নিজস্ব প্রতিনিধি : গড়িয়াহাটে দুটি বাসের রেষারেষির জেরে কান কাটল যাত্রীর। আজ ঘটনাটি ঘটেছে গড়িয়াহাট মোড়ের কাছে। অভিযোগ, ২১২ রুটের দুটি বাস রেষারেষি করছিল। বাসের অতিরিক্ত গতি থাকার ফলে সিট থেকে পড়ে যান এক যাত্রী। আঘাত লাগার ফলে তাঁর দুটি কানই কেটে যায়। পাশাপাশি কনুইও ভেঙে গিয়েছে বলে অভিযোগ।

জানা গিয়েছে, আহতের নাম সমীর পাল (৬৫)। তিনি ঢাকুরিয়ারই বাসিন্দা। শুক্রবার সকালে ২১২ নম্বর বাসে চড়েছিলেন তিনি। পাশে থাকা ১৩সি রুটের একটি বাসকে ওভারটেক করতে গিয়েই ঘটে বিপত্তি। দুটি কানই ছিঁড়ে গিয়েছে সমীরবাবুর। চিকিৎসকরা জানিয়েছে, প্লাস্টিক সার্জারি ছাড়া কাল জোড়া লাগানোর উপায় নেই। কারণ শরীরের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দুটি কানই। বয়স হয়ে যাওয়ায় অন্য কোনও উপায়ে কান জোড়ার ক্ষেত্রে ঝুঁকিও রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইতিমধ্যেই দুটি ঘাতক বাসের চালক এবং খালাসিকে আটক করেছে পুলিশ। বাস দুটিকেও নিয়ে আসা হয়েছে গড়িয়াহাট থানায়।