নিজস্ব প্রতিনিধি : প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। গতকাল রাতে খবর পেয়েই টুইটে শোকজ্ঞাপন করেছিলেন মোদী-সহ বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব। বুধবার সকালে সুষমা স্বরাজের নয়াদিল্লির বাসভবনে গিয়ে প্রয়াত নেত্রীকে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। সেখানেই নিজেকে আর সামলাতে পারলেন না মোদী। শ্রদ্ধা জানানোর সময় দেখা গেল তাঁর চোখে জল। প্রধানমন্ত্রীর ভারাক্রান্ত আবেগের বহিঃপ্রকাশ দেখা গেল… প্রাক্তন বিদেশমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করা হলো সংসদেও।
দিল্লির যন্তর মন্তর রোডে সুষমার বাড়িতে এ দিন সকালে যান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। যান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও।
#WATCH Prime Minister Narendra Modi pays last respects to former External Affairs Minister and BJP leader #SushmaSwaraj. pic.twitter.com/Sv02MtoSiH
— ANI (@ANI) August 7, 2019
তারপরেই এসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুষমার মরদেহে শ্রদ্ধা জানানোর পর তাঁর মেয়ের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন মোদী। মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। তারপরেই সুষমার স্বামী স্বরাজ কৌশলের সঙ্গে কথা বলতে দেখা যায় মোদীকে। তখনই দেখা যায়, প্রাণপণে কান্না চাপার চেষ্টা করছেন তিনি। তবুও চোখের জল বাঁধ মানেনি। তারপর সেখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন মোদী।
সুষমা স্বরাজের প্রয়াণে গতকালই টুইটারে মোদী লিখেছেন, “ভারতীয় রাজনীতির গৌরবজ্জ্বল অধ্যায়ের অবসান হল। অসাধারণ নেত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ ভারত। গরিবের জীবনের উন্নতি ও সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য নিজের জীবনকে উত্সর্গ করেছিলেন। কোটি কোটি মানুষকে অনুপ্রেরণা দিয়েছেন সুষমা জি।”
Delhi: Prime Minister Narendra Modi pays last respects to former External Affairs Minister and BJP leader #SushmaSwaraj. pic.twitter.com/wlvu0mlmon
— ANI (@ANI) August 7, 2019
একইসঙ্গে মোদী টুইট করেছেন, “সুষমা স্বরাজের প্রয়াণ তাঁর কাছে ব্যক্তিগত ক্ষতি। ভারতের জন্য তাঁর কাজ সারা জীবন স্মৃতিতে থেকে যাবে। আমি তাঁর পরিবার, অনুগামী ও সমর্থকদের প্রতি সমাবেদনা জানাচ্ছি। ওম শান্তি।”
সুষমা স্বরাজের মরদেহ এ দিন সকাল থেকে রাখা ছিল বাড়িতে। বেলা ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত তা রাখা থাকবে বিজেপি হেডকোয়ার্টারে। সেখানে প্রয়াত এই নেত্রীকে শ্রদ্ধা জানাবেন অন্যান্য নেতা ও কর্মী-সমর্থকরাও। বিকেলে লোধি রোড মহাশ্মশানে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর।
https://aamarsakal.com/2019/08/07/president-prime-minister-paid-her-last-respects-to-sushma-swaraj/