শিক্ষামন্ত্রীর বাড়িতে এলেন বৈশাখী, পদত্যাগ পত্র নিলেন না পার্থ চট্টোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি : আজ দুপুরে শিক্ষামন্ত্রীর বাড়িতে অভিযোগ এবং ইস্তফাপত্র জমা দিতে গিয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বিশেষ বান্ধবী। কিন্তু বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ইস্তফাপত্র নিলেন না শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে তাঁর করা অভিযোগ নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী, এমনটাই জানিয়েছেন বৈশাখী। এর পরেও যে তিনি আর কলেজে যোগ দেবেন না সেই অনড় অবস্থানও জানিয়ে দিয়েছেন বৈশাখী।

শুক্রবার দুপুরে নীল শাড়ি পরে কালো মার্সিডিজ করে শিক্ষামন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, ‘‘শিক্ষামন্ত্রী উচ্চ পর্যায়ের তদন্তের আশ্বাস দিয়েছেন। দেখা যাক কী হয়।’’

কিন্তু শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রায় দু’ঘণ্টা কথা বলার পর বেরিয়ে বৈশাখী জানান, শিক্ষামন্ত্রী একটি উচ্চপর্যায় তদন্তের আশ্বাস দিয়েছেন। সেই কারণেই এখন তাঁর ইস্তফা তিনি গ্রহণ না করে তদন্ত ও তার ফলাফল পর্যন্ত অপেক্ষা করার আনুরোধ করেছেন। যদিও মিল্লি আল আমিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা বৈশাখী বন্দ্যোপাধ্যায় আর কলেজে যাবেন না বলে আগেই জানিয়েছেন। বৈশাখীর কথায়, ‘‘আমি শিক্ষামন্ত্রীর কাছে এসেছিলাম পদত্যাগপত্র জমা দিতে। তার মধ্যে অভিযোগপত্রও রয়েছে। ওই কলেজের সঙ্গে আমার দীর্ঘ দিনের সংগ্রামের ইতিহাস। সেটা পার্থবাবু জানেন। আমি ইস্তফাপত্র জমা দিয়েছিলাম। কিন্তু উনি বললেন, কোনও প্রশ্নই ওঠে না। উনি পদত্যাগপত্র জমা নেননি।’’

মিল্লি আল আমিন কলেজের শিক্ষক এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষা বৈশাখী বন্দ্যোপাধ্যায়। গত বুধবার সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ তুলেছিলেন, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। এর পরেই তিনি ঘোষণা করেন, চাকরি থেকে ইস্তফা দেবেন। আচার্য অর্থাৎ রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলেও জানিয়েছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার পার্থর সঙ্গে বৈশাখীর ফোনে কথা হয়। বৈশাখীর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায়, ওই সময় গোটা বিষয়টি নিয়ে তাঁর কাছে অভিযোগ জানাতে বলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই মতো শুক্রবার দুপুরে পার্থর বাড়িতে যান বৈশাখী।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন