আমার সকাল : শিয়ালদহ স্টেশন থেকে পৈলান গ্রুপের প্রধানকে আটক করল সিবিআই

নিজস্ব প্রতিনিধি : চিট ফান্ড কাণ্ডে ফের একজনকে আটক করল সিবিআই। আজ, শুক্রবার শিয়ালদহ স্টেশন থেকে সিবিআই আটক করল পৈলান গ্রুপের অন্যতম ডিরেক্টর বিনয় কুমার সিং-কে। প্রায় ৫০০ কোটি টাকারও বেশি আর্থিক তছরুপের অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। সিবিআই-এর সন্দেহ ছিল যে, শহর ছেড়ে পালানোর ছক কষেছিল এই সংস্থার শীর্ষ কর্তা।

শুক্রবার সিবিআই গোপন সূত্রে খবর পায়, কলকাতাতেই আছেন সংস্থার প্রধান ডিরেক্টর বিনয় কুমার সিং। তদন্তকারী অফিসারদের কাছে খবর আসে, শুক্রবার শিয়ালদহ স্টেশন দিয়ে পালানোর চেষ্টা করছেন তিনি। সেই মতো শিয়ালদহ স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্ম থেকে গ্রেফতার করা হয় তাঁকে।

জানা যাচ্ছে, বেআইনি স্কিম দেখিয়ে ৫০০ কোটি টাকার বেশি বাজার থেকে তুলেছিল এই সংস্থা। আমানতকারীরা সেই টাকা ফেরত পায়নি। তদন্তে নেমে গোয়েন্দারা সেই টাকার কোনও হদিশও পাননি বলে খবর।

আপাতত তাঁকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।  আগামিকাল তাঁকে আদালতে পেশ করা হবে। সেখানে তাকে সিবিআই হেফাজতের আবেদন করা হবে বলে সিবিআই সূত্রে খবর।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন