স্ত্রীর জন্মদিনের দিনেই মাথার ওপর নেমে এসেছিল কালো মেঘ! ভিক্টোরিয়ার সামনে বাজ পড়ে মৃত ১, জখম ১৫

নিজস্ব প্রতিনিধি : স্ত্রীর জন্মদিন ছিল বৃহস্পতিবার। তাই স্ত্রী এবং আড়াই বছরের মেয়েকে নিয়ে ঘুরতে এসেছিলেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে। দুপুর গড়াতে না গড়াতেই আকাশে মেঘের গর্জন আর বৃষ্টি শুরু। তারপর একের পর এক বাজ পড়া। দমদম বিবেকানন্দ পল্লীর বাসিন্দা সুবীর পাল স্ত্রী সঙ্গীতা পাল ও মেয়ে সনবিকে নিয়ে আশ্রয় নেন ভিক্টোরিয়ার ভিতরেই একটি গাছের তলায়। কিন্তু সেখানেই সব শেষ। বাজ পড়ে মৃত্যু হয় সুবীরের (৩৫)।

স্ত্রী সঙ্গীতাও আহত হন। প্রাথমিক চিকিৎসার পর জানতে পারেন স্বামীর মৃত্যুর কথা। হাসপাতালেই স্বামীর নিথর দেহের উপর কান্নায় ভেঙে পড়েন স্ত্রী। শোকের ছায়া বিবেকানন্দ পল্লীতেও। আহত হয়েছেন অন্তত ১৫ জন। সঙ্গে সঙ্গেই আহতদের নিয়ে যাওয়া হয় এসেসকেএম হাসপাতালে। তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর,  বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। তার উপর ভরা শ্রাবণে এখন সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। এই দুইয়ের জোড়া ফলায় বৃষ্টি নেমেছে ঝমঝমিয়ে। কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটারের বেশিও বৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুক্রবার বিকেলেই বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। ঘণ্টা খানেকের বৃষ্টিতেই জল জমেছে কলকাতার বিভিন্ন অংশে। আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টি হতে পারে কলকাতাতেও। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দফতর।

Image may contain: one or more people, car and outdoor

অন্যদিকে বজ্রবিদ্যুতে মৃত্যু বাঁশদ্রোণীর মণ্ডল পরিবারেও৷ সেখানে বৃষ্টির সময় বাড়ির বাগানে ছিলেন গৃহকর্ত্রী অপর্ণা৷ বজ্রপাত কেড়ে নিয়েছে তাঁর প্রাণ৷

দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর শিবতলার বাসিন্দা অপর্ণা মণ্ডল৷ ঝড়বৃষ্টির মধ্যেই তিনি বাগানে গিয়েছিলেন৷ সেটাই কাল হল৷ আচমকা বাজ পড়ে জ্ঞান হারান অপর্ণা৷ বাড়ির লোকজন ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যান৷ চিকিৎসকরা অপর্ণাকে মৃত বলে ঘোষণা করেন৷

এদিকে কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, প্রবল বৃষ্টির জেরে ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। নাগাড়ে বৃষ্টির জেরে কিছুক্ষণ অবতরণ বন্ধ থাকে। অবতরণের চেষ্টা করে ব্যর্থ হয় শিলিগুড়ি থেকে কলকাতাগামী বিমান GOW537। বেশকিছু বিমানকে কলকাতা সংলগ্ন আকাশে চক্কর কাটতে হয়। প্রায় ৯টি বিমান অবতরণের জেরে এসে আটকে বলে জানা যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন