নিজস্ব প্রতিনিধি : জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপে ভারত সরকারের সিদ্ধান্ত নিয়ে স্পষ্ট মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল ও কংগ্রেস নেতা করণ সিং। কাশ্মীরের অধিপতি রাজ পরিবারের সদস্য ডঃ করণ সিং সাফ জানিয়ে দিলেন, বিজেপি কাশ্মীর নিয়ে যে পন্থাই গ্রহণ করুক তাতে বৈপ্লবিক কিছু ঘটবে না। কারণ কাশ্মীর সমস্যার সমাধান অত সহজ বিষয় নয়। তাঁর কথায়,’৩৭০ অনুচ্ছেদ বিলোপে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আমরা সকলেই স্তম্ভিত।’
জম্মু-কাশ্মীরের শেষ সদর-ই-রিয়াসত তথা প্রথম রাজ্যপাল পাল করন সিং বলেন,’কেন্দ্রের সিদ্ধান্তে একাধিক ইতিবাচক দিক রয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে লাদাখ। এটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত।’ তিনি বলেন, জম্মু কাশ্মীরের সদর-ই-রিয়াসত থাকাকালীন ১৯৬৫ তে তিনি লাদাখ নিয়ে পদক্ষেপ করার প্রস্তাব দিয়েছিলেন। এই সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি তাঁর বক্তব্যে বলেন, “খুব দ্রুত এবং সবাইকে অবাক করে দিয়েছে।”
কংগ্রেস নেতা করণ সিং বলেন, “জম্মু ও কাশ্মীর যাতে দ্রুত রাজ্যের পূর্ণমর্যাদা পায়, তার চেষ্টা থাকা উচিত ও এখানকার বাসিন্দারা চিন্তামুক্তভাবে অভিন্ন ভারতের অংশ হতে পারে সেই দিকে নজর দেওয়া উচিত।” জম্মু-কাশ্মীরের দুটি দল পিডিপি ও এনসি-কে দেশবিরোধী তকমা দেওয়া উচিত নয় বলে অভিমত করন সিংয়ের। তাঁর কথায়,’রাজনৈতিক সংলাপ চালিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলের নেতাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।’
এদিন রাজ্যসভার যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৩৭০ ধারা রদের কথা ঘোষণা করেন, তখন সেখানে উপস্থিত ছিলেন করণ সিং। পরে তিনি বলেন, ‘১৯৪৭ সালের ২৭ অক্টোবর আমার বাবা মহারাজা হরি সিং যে চুক্তিপত্রে স্বাক্ষর করেছিলেন, তাতে লেখা ছিল কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। রাজবাড়ির একটি ঘরে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। সেসময় আমিও ছিলাম বাড়িতে। আমার বাবা সেই চুক্তিপত্রে তিনটি বিষয় যুক্ত করেছিলেন প্রতিরক্ষা, যোগাযোগ এবং বিদেশ বিষয়ক। সেই চুক্তি অন্য রাজ্যগুলিও স্বাক্ষর করেছিল। কিন্তু সব রাজ্যগুলি একই রকমভাবে তৈরি করা হলেও কাশ্মীরকে করা হয়নি। তাই মনে রাখতে হবে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ হলেও সেই স্বাধীনতার পর থেকেই ভারতের এই অংশ বিশেষ একটি স্থান অধিকার করে রয়েছে।’
https://aamarsakal.com/2019/08/06/the-blue-pint-of-the-cancellation-of-that-clause-was-created-long-ago/
জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বিলোপ করেছে মোদী সরকার। রাজ্যসভায় ও লোকসভায় ভোটাভুটিতে পাশ হয়ে গিয়েছে প্রস্তাব। একইসঙ্গে জম্মু-কাশ্মীর ভেঙে তৈরি হতে চলেছে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। দীর্ঘদিন ধরে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি জানিয়ে আসছিলেন লাদাখবাসী। ৩৭০ অনুচ্ছেদ বিলোপের তীব্র বিরোধিতা করেছে সিপিএম ও কংগ্রেস। কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ দাবি করেছেন, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। বিশ্বাসভঙ্গ করা হয়েছে কাশ্মীরবাসীর।