আমার সকাল : প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুন জেটলি

নিজস্ব প্রতিনিধি : প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুন জেটলি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬। শনিবার দিল্লির এইমস হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। চলতি বছরের জানুয়ারিতে তাঁর ক্যান্সারও ধরা পড়ে। এ দিন সকালে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে এইমসে ভর্তি হয়েছিলেন তিনি। কার্ডিওলজি বিভাগে চিকিৎসা চলছিল তাঁর।  তার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়েছিল তাঁকে।

প্রবল শ্বাসকষ্ট ও শারীরিক অস্থিরতা নিয়ে গত ৯ অগস্ট এইমসে ভরতি হন অরুণ জেটলি। ১০ অগস্ট থেকে ৬৬ বছর বয়সি প্রাক্তন এই মন্ত্রীর স্বাস্থ্য নিয়ে বিবৃতি দেওয়া বন্ধ করে দেয় এইমস কর্তৃপক্ষ। তার পর থেকে মাঝের হাসপাতালে থাকাকালীন একাধিক নেতা তাঁকে দেখতে গিয়েছেন।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্মৃতি ইরানি, জিতেন্দ্র সিং, রামবিলাস পাসওয়ান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে কংগ্রেস নেতা অভিষেক সিংভি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ারা গিয়েছেন এইমসে। তাঁকে দেখতে গিয়েছেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীও।

প্রসঙ্গত, কয়েক বছর ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন অরুণ জেটলি৷ ২০১৮ থেকে কিডনি সমস্যা থেকে ভুগতে থাকেন তিনি৷ ডায়ালিসিস শুরু হয়৷ কিডনি প্রতিস্থাপনও হয়৷ তারপর ধরা পড়ে ক্যানসার৷ এরপরই সেই মারণ রোগের চিকিৎসার জন্য তিনি পাড়ি দেন আমেরিকায়৷ শারীরিক অবস্থার প্রবল অবনতি হওয়ায় ২০১৯ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হননি অরুণ জেটলি। অসুস্থতার জেরে মোদীর মন্ত্রীসভায় মন্ত্রকের দায়িত্ব নিতেও চাননি তিনি। সেজন্যই ফেব্রুয়ারি মাসে অর্থমন্ত্রী হয়েও প্রথম মোদি সরকারের অন্তর্বর্তী বাজেট পেশ করতে দেখা যায়নি তাঁকে৷ তাঁর দায়িত্ব পালন করেন পীযূষ গোয়েল৷

উল্লেখ্য, মোদী-১ ক্যাবিনেটে তিনি অর্থমন্ত্রী থাকার সময়ই জিএসটি ও নোটবন্দির মতো বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

২০ অগস্ট হাসপাতালের এক মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকদের একটি দল সর্ব ক্ষণ নজর রাখছিলেন তাঁর উপর। সেই অবস্থাতেই শনিবার দুপুর ১২টা  ৯ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

কয়েকদিন আগেই চলে গিয়েছেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। সেই মৃত্যুতে শোকের আবহ বিজেপিতে। এর মধ্যেই ফের শোকের খবর। চিকিৎসকরা জানিয়ে দিলেন অরুণ জেটলি আর নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন