নিজস্ব প্রতিনিধি— কাশ্মীর ইস্যুতে বিশ্বের দরবারে আবারও একঘরে পাকিস্তান। একে এক বন্ধু হীন হয়ে পড়ছে পাকিস্তান। কাশ্মীর ইস্যুতে প্রতিবেশী দেশগুলির পাশাপাশি রাশিয়া, তালিবানরা এবং বন্ধু চিনকেও পাশে পেল না তারা। এবার আমেরিকাও সরে দাঁড়াল। কাশ্মীর ইস্যুর মধ্যস্থতা নিয়ে অস্বস্তি বাড়াল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন তিনি স্পষ্ট জানিয়ে দিযেছেন, ‘কাশ্মীরের মধ্যস্থতা করতে চায় না তাঁর দেশ।’ এরফলে কাশ্মীর ইস্যুতে ইমরান খানের পাশে দাঁড়াল না আমেরিকাও। অপরদিকে, রাষ্ট্রসঙ্ঘ জবাব দিয়েছে, জম্মু ও কাশ্মীর ইস্যু ভারত ও পাকিস্তানের বিষয়। একেবারেই দ্বিপাক্ষিক। তাই এ নিয়ে অন্য কারও কথা বলার জায়গাই নেই।
পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি সাংবাদিক বৈঠকে এক প্রকার হার স্বীকার করে দেশবাসীর উদ্দেশ্য কুরেশি বলেন, মুর্খের স্বর্গে বাস করবেন না। কোনও কিছুতে আবেগ দেখানো খুবই সোজা। কিন্তু তা আন্তর্জাতিক প্রেক্ষাপটে বোঝা ও তা এগিয়ে নিয়ে যাওয়া খুবই জটিল বিষয়ে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ আমাদের জন্য মালা নিয়ে বসে নেই। কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দেওয়া নিয়ে পাকিস্তান রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ গেলে তাতে সাড়া নাও দিতে পারে তারা। ভারত অনেক বড় বাজার। সেক্ষেত্রে দুনিয়ার মুসলিম দেশগুলি পাকিস্তানের ডাকে সাড়া নাও দিতে পারে।