নিজস্ব প্রতিনিধি : সমঝোতা এক্সপ্রেসের পর ভারতের সঙ্গে সংযোগরক্ষাকারী শেষ ট্রেনটিও বাতিল করল পাকিস্তান। শুক্রবার পাক রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ জানিয়ে দিলেন যোধপুর থেকে করাচি গামী থর এক্সপ্রেস চলাচল বন্ধ করে দেওয়া হবে। পাক রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ জানিয়েছেন, “পাকিস্তানের খোকরাপার ও বারমেরের মুনাবাও-এর মধ্যে চলা সাপ্তাহিক ট্রেন থর এক্সপ্রেস বন্ধ করে দেওয়া হলো। যতদিন আমি রেলমন্ত্রী রয়েছি, ততদিন পাকিস্তান ও ভারতের মধ্যে কোনও ট্রেন চলবে না।” এর ফলে ৩৭০ ধারা বাতিলের পর দু’দেশের সম্পর্ক আরও খারাপ হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
উল্লেখ্য, গতকাল নয়াদিল্লি থেকে লাহোরগামী সমঝোতা এক্সপ্রেস বাতিল করেছে পাকিস্তান। পাক রেলমন্ত্রী বলেন,’ সমঝোতা এক্সপ্রেসের চলাচল সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। সপ্তাহে ২ বার ট্রেনটি দুদেশের মধ্যে যাতায়াত করত। যারা এই ট্রেনের টিকিট আগেই কিনে ফেলেছেন তারা সেই টাকা ফেরত পাবেন।’
প্রসঙ্গত, পাকিস্তানের আকাশসীমা ভারতের জন্য বন্ধ করার সিদ্ধান্ত ঘিরে বিভ্রান্তি ছড়িয়েছে। সে দেশে ভারতীয় সিনেমা দেখানোর উপর নিষেধাজ্ঞাও জারি করেছে ইমরান খানের সরকার।
ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার জেরে বুধবার ইসলামাবাদে ভারতীয় রাষ্ট্রদূতকে বহিস্কার করে পাকিস্তান। তার জেরে কড়া বিবৃতি দিয়েছে ভারতও। অর্থাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্নই করে দিয়েছে ইসলামাবাদ। এর পর দু’দেশের মধ্যে যাতায়াতকারী সমঝোতা এক্সপ্রেসবন্ধের সিদ্ধান্ত নিয়ে কার্যত প্রতিবেশী দুই দেশের সম্পর্কে ইতিই টেনে দিলেন ইমরান খান।