আমার সকাল : ‘এনআরসি তালিকায় রয়েছে বিদেশীদের নাম’, কাঠগড়ায় স্বরাষ্ট্রমন্ত্রী! আদালতের দারস্থ হচ্ছে AASU

নিজস্ব প্রতিনিধি : অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হয়েছে অসমের চূড়ান্ত এনআরসির তালিকা। চূড়ান্ত তালিকা থেকে বাদ গিয়েছেন ১৯ লক্ষ ৬ হাজার ৬৫৭ জন মানুষ। এদের প্রত্যেকেরই ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে। প্রত্যেকেই আপাতত দেশহীন। অনেকই রয়েছেন, যাঁরা হয়তো ছোটবেলা থেকেই ভারতকে নিজের জন্মভূমি বা দেশ হিসেবে জেনেছেন। তাদেরই যে কোনও মুহূর্তে ভিটেমাটি ছাড়তে হতে পারে। এই  ত্রুটিমুক্ত এনআরসি তালিকা প্রকাশ হওয়ার পরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপ দেগে এনআরসি-র কড়া সমালোচনা করলেন অসমে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। কংগ্রসের নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “এনআরসি যে প্রক্রিয়ায় তালিকা প্রকাশ করে তাতে অখুশি আমি সহ গোটা রাজ্য। এই তালিকা থেকে বাদ পড়েছে অনেক ভারতীয়র নাম।” এরই পাশাপাশি তরুণ গগৈয়ের দাবি করেছেন, তালিকার মধ্যে বেআইনী ভাবে অনেক বিদেশির নাম নথিভুক্ত করা হয়েছে। যার ফলে বেশি সমস্যা তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তরুণ গগৈ।

আমার সকাল: কে এদেশি, কে বিদেশী! চরম উৎকন্ঠার মধ্যেই আসরে প্রশাসন, অসমে জারি চূড়ান্ত সর্তকতা  

কংগ্রেসের প্রবীণ নেতা গগৈয়ের অভিযোগ, সাধারণ মানুষকে প্রতারণা করছে কেন্দ্র। এনআরসি প্রকাশে স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন বলে জানান তরুণ গগৈ। এনআরসির চূড়ান্ত তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে অল অসম স্টুডেন্ট ইউনিয়ন (আসু)। তাদের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, এই তালিকা ত্রুটিপূর্ণ। সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়ে রাখল অসম স্টুডেন্ট ইউনিয়ন। অসমের ভূমিপুত্ররাই এনআরসি তালিকায় অন্তর্ভুক্ত হবে এই দাবি গোড়া থেকে তুলে এসেছে আসু। আজ সাংবাদিক বৈঠক করে সংগঠনের সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ জানান, এনআরসি-র চূড়ান্ত তালিকায় খুশি নই। এটি অসম্পূর্ণ এনআরসি হয়েছে। ত্রুটিমুক্তের দাবিতে সুপ্রিম কোর্টে যাওয়া হবে

চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ১৯ লাখ মানুষকে নিয়ে মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

আমার সকাল: অসমে এনআরসি’র চূড়ান্ত তালিকা প্রকাশ, বাদ পড়ল ১৯ লক্ষ

বিশ্বশর্মা বলেন, ‘বর্তমানে যে নাগরিকপঞ্জী তৈরি হচ্ছে তাতে আমার কোনও আশা নেই। খসড়া তালিকা তৈরি হওয়ার সময় থেকেই তা বলছি। প্রকৃত নাগরিকরা বাদ পড়ছেন। তাহলে কীভাবে মেনে নেব এটি রাজ্যের মানুষদের ভালোর জন্য তৈরি হয়েছে?’

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ আজ অসমে জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশ হয়। ওই তালিকায় নাম বাদ পড়েছে ১৯,০৬,৬৫৭ জনের। মোট ৩.১১ কোটি মানুষের নাম নথিভুক্ত হয়েছে

আমার সকাল: চূড়ান্ত লিস্টেও ঠাঁই হল না অবসরপ্রাপ্ত সেনা অফিসার সানাউল্লার

এনআরসি-র চূড়ান্ত তালিকা নিয়ে উদ্বেগ ও আশঙ্কায় থাকা নাগরিকদের অবশ্য আশ্বস্তই করছে সরকার। তালিকায় নাম না থাকলে কী করতে হবে সে প্রক্রিয়াও জানিয়েছে তারা। তালিকায় নাম না থাকা নাগরিকদের ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদন করতে বলা হয়েছে ১২০ দিনের মধ্যে। এই সময়সীমা আগে ছিল ৬০ দিন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে বলা হয়েছে, এই বিষয়ে শুনানির জন্য রাজ্যজুড়ে ১ হাজার ট্রাইব্যুনাল গড়ে তোলা হবে। ইতিমধ্যেই ১০০ ট্রাইব্যুনাল খোলা হয়েছে। আরও ২০০টি ট্রাইব্যুনাল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই খোলা হবে। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এটাও জানানো হয়েছে যে, যদি কোনও ব্যক্তি ট্রাইব্যুনালে মামলাটি হেরে যান, তিনি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থও হতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন