আমার সকাল: সরকারি হাসপাতালে লাইনে দাঁড়িয়ে চোখ দেখালেন প্রধানমন্ত্রী, হতবাক দেশের মানুষ

নিজস্ব সংবাদদাতা: সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য গেলে লাইনে যে দাঁড়াতেই হবে তা হয়তো সবারই জানা। কিন্তু ভিআইপিদের জন্য নিয়ম খানিক শিথিল করে হাসপাতাল কতৃপক্ষের।কিন্তু তিনি যদি দেশের প্রধামন্ত্রী হন তাহলে সেই নিয়ম আর নিয়ম থাকে না। ব্যবস্থা থাকে এলাহি। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাধারণ নাগরিকের মতোই সকলকে অবাক করে দিয়ে ঠিক রাখলেন হাসপাতালেন নিয়ম।আর পাঁচজনের মতো লাইন দাঁড়িয়ে হাসপাতালে চোখের চিকিৎসকের সঙ্গে দেখা করলেন তিনি।

আরো পড়ুন:  নমাজের পর আধ ঘন্টা সব পাকিস্তানিদের রাস্তায় দাঁড়াতে বললেন ইমরান

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ঢাকার শের-ই-বাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান শেখ হাসিনা। সবাইকে অবাক করে দিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েন। আমজনতার মতোই দশ টাকা দিয়ে টিকিট কেটে নেন তিনি। এরপরই চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসক প্রধানমন্ত্রীর চিকিৎসা করেন। চোখ দেখানোর পর প্রধানমন্ত্রী হাসপাতালের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তা দেখে রীতিমত হতবাক হাসপাতালের সবাই।হাসপাতালের বাকিদের মতো লাইনে দাঁড়িয়ে চিকিৎসা করা শেখ হাসিনার এই প্রথম নয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন