আমার সকাল : নমাজের পর আধ ঘন্টা সব পাকিস্তানিদের রাস্তায় দাঁড়াতে বললেন ইমরান

নিজস্ব প্রতিনিধি : আমরা কাশ্মীরী মানুষদের পাশে আছি। ওদেরকে বুঝাতে হবে, সমস্ত রকম অত্যাচারের বিরুদ্ধে আমরা কাশ্মীরের মানুষের সঙ্গে আছি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের সাধারণ মানুষের উদ্দেশে আহ্বান জানিয়েছেন। তিনি টুইট্য করে লিখেছেন, কাশ্মীরিদের প্রতি সহানুভূতি জানাতে পথে নামুন।

ইমরান খান লিখেছে, অসহায় মানুষের বিরুদ্ধে কাশ্মীরিদের উদ্দেশে আমাদের জোরালো বার্তা পাঠানো উচিত। বুঝিয়ে দেওয়া উচিত, আমরা তাদের পাশে আছি। তাই আমি প্রত্যেক পাকিস্তানির কাছে আবেদন জানাচ্ছি, আগামী শুক্রবার আধঘণ্টার জন্য সব কাজ বাদ দিয়ে আমাদের সবাইকে এক হতে হবে। তারপর পথে বেরিয়ে এসে কাশ্মীরিদের প্রতি সমর্থন জানান।

আর একটি টুইটে তিনি লিখেছেন, ভারত বেআইনিভাবে কাশ্মীরকে দখল করে রেখেছে। সেখানে মোদী সরকার এথেনিক ক্লিনসিং চালাচ্ছে। রোজ বহু কাশ্মীরি হতাহত হচ্ছেন। নারী ও শিশুরা বাদ যাচ্ছে না। জেনিভা কনভেনশন অনুযায়ী কোনও জায়গার জনবিন্যাস বদলাতে যাওয়া যুদ্ধাপরাধ বলে গণ্য করা হয়।

আর একটি টুইটে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, কাশ্মীরি জনগণের প্রতি সংহতি জানাতে শুক্রবার সব পাকিস্তানি নাগরিক ১২ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত পথে নেমে আসুন। ভারতকে আমরা বার্তা পাঠাব, তাদের ফ্যাসিস্ট অত্যাচারের বিরুদ্ধে আমরা কাশ্মীরের মানুষের সঙ্গে আছি।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন