আমার সকাল : উরুতে চাপড় মেরে স্ত্রীকে ডাকলেন ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব প্রতিনিধি : স্ত্রীকে ডাকছেন নিজের পা চাপ়ড়ে। তাও আবার সবার সামনে। সম্প্রতি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমনই এক ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ৭ সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে রয়েছেন ট্রাম্প। চারদিকে তাঁর নিরাপত্তারক্ষী রয়েছেন। সেই সময় ক্যামেরার ফ্রেমে ছিলেন না ফার্স্ট লেডি মেলানিয়া। তারপরই নিজের ডান হাত দিতে ডান পা চাপড়ে আওয়াজ করেন ট্রাম্প। বেরিয়ে আসেন মেলেনিয়া। এরপর দুজনে একসঙ্গে হাঁটা দেন। এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই সমালোচনার মুখে পড়তে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কেউ কেউ বলছেন এভাবে তো মানুষ তাঁদের পোষ্যদের ডাকে। আর মার্কিন প্রেসিডেন্ট তাঁর স্ত্রীকে ডাকছেন!

চলিত মাসের ৭ তারিখ সস্ত্রীক ওহায়োর ডেটন সফরে গিয়েছিলেন ট্রাম্প। সেই সফরের এই দৃশ্য দেখা যাচ্ছে।

 

মাত্র ৭ সেকেন্ডের ভিডিয়োটি টুইটারে আপলোড করেছেন সাংবাদিক, লেখক জেমস ফেলটন। ঘটনাটি ৭ অগস্টের হলেও টিভি থেকে ক্যামেরাবন্দি করা ভিডিয়োটি বুধবার ২৮ অগস্ট পোস্ট করেছেন জেমস। তারপই সেটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

ভিডিয়ো পোস্ট হতেই নিন্দা শুরু হয়েছে। মহিলাদের এভাবে ডাকা মোটেই সম্মানজনক নয় বলে সমালোচনা করেছেন অনেকেই।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন