আমার সকাল : অ্যামাজনের আগুন না নিভতেই পৃথিবীর দ্বিতীয় সবুজ ফুসফুস বলে পরিচিত আফ্রিকার কঙ্গোতে ভয়াবহ দাবানল

নিজস্ব প্রতিনিধি : অ্যামাজনের আগুন না নিভতেই পৃথিবীর দ্বিতীয় সবুজ ফুসফুস বলে পরিচিত আফ্রিকার কঙ্গোতে ভয়াবহ দাবানল।

এবার মধ্যে ও দক্ষিণ আফ্রিকার কঙ্গোর বনাঞ্চল নিয়েও উদ্বেগ বাড়তে শুরু করল। নাসা স্যাটেলাইট ভবিতে ধরা পড়েছে বিখ্যাত কঙ্গো বেসিন বনভূমির জ্বলতে থয়াকা এলাকার ছবি।

বিশেকজ্ঞদের দাবি, আমাজনের পরে কঙ্গো বেসিন হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম চিরহরিৎ বন।

রিপোর্টে বলা হয়েছে, কঙ্গো বেসিনের অন্তর্গত অ্যাঙ্গোলায় প্রায় ৬ হাজার ৯০২টি স্থানে আগুন জ্বলছে। আর কঙ্গোতে প্রায় ৩ হাজার  ৩৯৫টি স্থানের আগুন ধরেছে।

পরিবেশবিদদের মতে, বিশ্বজুরে ক্রমাগত বনে আগুন লাগানোর মাধ্যমে জমি দখল চলছে। বিশেষ করে নিরক্ষরেখা অঞ্চলের বনেই এই ধরনের আগুনের সংখ্যা বেশি। বন ধ্বংস করে সেই অঞ্চল চাষের জমি বিক্রি করা হচ্ছে।

 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন