নিজস্ব সংবাদদাতা: কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই ভারতের সঙ্গে ফের ঠাণ্ডা লড়াইয়ে নেমেছে পাকিস্তান। উত্তেজনা বেড়েছে সীমান্ত পারে। অস্ত্রবিরতি লঙ্ঘন করে প্রায়ই গুলিবর্ষণ করছেন পাক রেঞ্জার্সরা। পালটা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। আন্তর্জাতিক মহলে ভারতের বিরুদ্ধে অভিযোগ জানিয়েও পাকিস্তান বিশেষ সুবিধে করতে পারেনি। এরপর যুদ্ধের হুমকি দেওয়া শুরু করেছে প্রতিবেশী দেশ।তার মধেই বৃহস্পতিবার নয়া মিসাইল পরীক্ষা করে ফেললো ইসলামাবাদ।
— aamarsakal.com (@aamarsakal) August 29, 2019
সপ্তাহ খানেক আগেই একবার পরমাণু যুদ্ধের কথা বলতে শোনা গিয়েছিল পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে। এরপর গত ২৬ অগস্ট ফের একই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।২৬ তারিখেই এই মিসাইল পরীক্ষার বিষয়ে ভারতকে জানিয়েছে পাকিস্তান।
কারণ ২০০৫-এ এক বিশেষ চুক্তি অনুযায়ী দুই দেশকেই পরীক্ষার তিন দিন আগেই বিষয়টা জানাতে হয়।পরমাণু অস্ত্র বহনক্ষম ব্যালিস্টিক মিসাইল গজনভীর পরীক্ষামূলক উত্ক্ষেপণ করল পাকিস্তান। ভারতের সঙ্গে ঠাণ্ডা যুদ্ধের মধ্যেই বৃহস্পতিবার ভোরে ভূমি থেকে ভূমি মিসাইলের উত্ক্ষেপণ করে ইমরান খানের দেশ। মিসাইলের সফল পরীক্ষার কথা টুইটে জানিয়েছেন পাক সেনার মেজর জেনারেল আসিফ গফুর।
আরো পড়ুন: হারামি নালায় পাক কম্যান্ডো, গুজরাতের সব বন্দরে জারি রেড অ্যালার্ট
পাক সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তান সফলভাবে ভূমি থেকে ভূমি ব্যালিস্টিক মিসাইল গজনভীর উত্ক্ষেপণ করেছে। এই মিসাই ২৯০ কিমি দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে নানা ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম। CJCSC ও বাহিনীর প্রধানরা দলকে অভিনন্দন জানিয়েছেন। দেশকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। গাজনভি হল পাকিস্তানের একটি শর্ট রেঞ্জ মিসাইল।
পাকিস্তানের হাতে শাহিন ও গৌরি নামেও আরও দুটি এই ধরনের রেঞ্জের মিসাইল আছে।উল্লেখ্য, বুধবার পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রসিদ আহমেদ বলেন পাকিস্তান ও ভারতের মধ্যে অক্টোবর বা নভেম্বর নাগাদ ভীষণ রকম যুদ্ধ শুরু হতে পারে। কাশ্মীর সমস্যার যদি সমাধান না হয় তাহলে বিষয়টা পারমানবিক যুদ্ধ অবধি যেতে পারেন এবং সেক্ষেত্রে ভারতকে বিপদের সম্মুখীন হতে হবে বলেও জানিয়েছেন ইমরানও।