'ভারতকে আক্রমণ নয়, জঙ্গি নিয়ন্ত্রণ করুন'', কাশ্মীর প্রসঙ্গে ইসলামাবাদকে কড়া বার্তা আমেরিকার

নিজস্ব প্রতিনিধি : গতকাল, বুধবারই ভারতীয় রাষ্ট্রদূতের অজয় বিসারিয়াকে ইসলামাবাদ থেকে বহিষ্কার করে দিয়েছিল পাক সরকার। জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করার ঘোষণাকে সেদেশের রাজনীতিকরা এককথায় বলেছেন, এই ঘটনাটি একপ্রকার ‘একতরফা ও বেআইনি’ ভাবে করা হচ্ছে। এই অবস্থায় ইসলামাবাদ থেকে ভারতের হাই কমিশনার ফিরিয়ে দেওয়ার জন্য এবার পাল্টা চাপে পড়ল পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানকে সর্তক করে আমেরিকার দুই কংগ্রেস সদস্য বললেন, ”ভারতের বিরুদ্ধে পদক্ষেপর বদলে, নিজের দেশের সন্ত্রাসবাদী গোষ্ঠীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা উচিত এই সময়”।

সম্প্রতি জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ করে রাজ্যকে দু’টি কেন্দ্র শাসিত এলাকায় ভাগ করেছে কেন্দ্র। তা নিয়ে প্রথম থেকেই ভারতের বিরোধিতা করে আসছিল পাকিস্তান। তার মধ্যে কাশ্মীর পরিস্থিতি নিয়ে ভারতের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে সরব হওয়ার সিদ্ধান্তও নিয়েছে তারা।

পাশাপাশি বুধবার এই দাবি জানিয়ে টুইট করেছে আমেরিকার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ব্যুরো অফ সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স। টুইটের নীচে সই রয়েছে মার্কিন সহকারী সচিব অ্যালিস ওয়েলসের।  টুইট বার্তায় বলা হয়েছে, ‘সংবাদমাধ্যমের রিপোর্টে লেখা হলেও জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজ করার আগে ভারত সরকার আমেরিকার সঙ্গে কোনও আলোচনা করেনি।’

কিন্তু বুধবার মার্কিন বিদেশ দফতরের দুই সদস্যের যৌথ বিবৃতি উল্টে পাকিস্তানকেই চাপে ফেলে দিল বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। এই বিবৃতিতে বলেন, ”জম্মু-কাশ্মীরকে যেভাবে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে, তা উদ্বেগজনক। তবে পাকিস্তান যেন এর বিরুদ্ধে কোনও অ্যাকশন না নেয়। এর মধ্যে যেমন নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে প্রবেশ করতে জঙ্গিদের সাহায্য করার বিষয়টিও রয়েছে, পাশাপাশি দেশের মাটিতে সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা উচিত পাকিস্তানের”।

ভারত সম্পর্কে তাঁরা বলেছেন, “বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র ভারতের সামনে সমস্ত নাগরিককে রক্ষা করা এবং সমানাধিকার দেওয়ার একটা সুযোগ এটা। পরোক্ষে কাশ্মীরে নিষেধাজ্ঞার বিরোধিতা করে তাঁরা বলেন, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের দু’টি প্রধান লক্ষণ হল স্বচ্ছতা ও রাজনীতিতে মানুষের অংশগ্রহণ। আমরা আশা রাখব জম্মু-কাশ্মীরে ভারত সরকার এই নীতি মেনেই চলবে।

গত মঙ্গলবার সংসদে সংবিধানের ৩৭০ ধারা বিলোপের প্রস্তাব গৃহীত হয়। জম্মু-কাশ্মীরকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার বিলও পাশ হয়েছে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন