সিনেমা নয় বাস্তব! কুয়েতে বিক্রি হয়ে যাওয়া মহিলাকে উদ্ধার করে দেশে ফেরালেন সানি

নিজস্ব সংবাদদাতা: সিনেমার জন্য তিনি হেডলাইনে থাকেনই সবসময়। তবে ইদানিং রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে শিরোনামে আসছেন বারবার।সিনেমা নয়, এক্কেবারেই বাস্তব। কুয়েতে বিক্রি হয়ে যাওয়া গুরুদাসপুরের বাসিন্দা এক ভারতীয় মহিলাকে উদ্ধার করলেন অভিনেতা তথা সাংসদ সানি দেওল। বীণা বেদী নামে ওই মহিলাকে উদ্ধার করে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন সানি। অভিযোগ, ৪৫ বছরের বীনা বেদি এক ট্রাভেল এজেন্টের খপ্পরে পড়ে পাকিস্তানি এক ব্যক্তির কাছে বিক্রি হয়ে গিয়েছিলেন। যিনি বীনা দেবীকে ৩০ হাজার টাকা বেতনের পরিচারিকার কাজের লোভ দেখিয়ে, তাঁকে কুয়েতে নিয়ে গিয়েছিলেন। কুয়েতে কিছু দিন পর থেকেই সেই পাকিস্তানি লোকটি বীনা দেবীকে প্রথমে ধমক, চূড়ান্ত দুর্ব্যবহার, এমনকী মারধর অবধি করতে শুরু করেন। দিনকয়েক আগেই করতারপুর করিডরে সানি দেওল গেলে, সে সময় তাঁর কাছে বিষয়টি নিয়ে সরব হন বীনার পরিবারের লোকজন। সানি সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে তৎপর হন। বিষয়টি জানার পরই তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেন সানি। কুয়েতের এক স্বচ্ছেসেবী সংস্থার সাহায্য নিয়ে সানি বীণা বেদীকে ভারতে ফিরিয়ে আনেন। গত শুক্রবারই ওই মহিলাকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। এদিকে ছেলের এমন কাছে উচ্ছ্বসিত সানি দেওলের বাবা তথা অভিনেতা ধর্মেন্দ্র। সোশ্যাল মিডিয়ায় এখবর পোস্ট করে ছেলেকে আশীর্বাদ করেছেন তিনি। ছেলেকে তাঁর পরামর্শ সানি যেন চাকরি ভেবেই তাঁর কর্তব্যে অবিচল থাকেন।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন