নিজস্ব প্রতিনিধি : আজ রাজ্যের ২৮ তম রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও প্রাক্তন সাংসদ জগদীপ ধনকর। রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নেওয়ার জন্য সোমবারই কলকাতায় এসে পৌঁছে ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর।
জগদীপ ধনকর সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী। রাজস্থানের প্রাক্তন সাংসদ। রাজস্থানের ঝুনঝুনু লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। ১৯৮৯ থেকে ১৯৯১, নবম লোকসভায় সাংসদ ছিলেন তিনি।
গতকালই নেতাজি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসুসহ রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী। এছাড়া উপস্থিত ছিলেন মুখ্য সচিব মলয় দে এবং ডিরেক্টর জেনারেল অফ পুলিশ বীরেন্দ্রও। রাজ্যের নয়া রাজ্যপাল ধনকরকে রাজ্য সরকারের পক্ষ থেকে গার্ড অফ অনারও দেওয়া হয়।
আজ রাজভবনে নয়া রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর মন্ত্রিসভার সদস্যরাও। একই সঙ্গে উপস্থিত ছিলেন সম্মানীয় অতিথি অভ্যাগরাও।
এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানের পর রাজ্যপালের সঙ্গে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের পরিচয় করিয়ে দেন মুখ্যমন্ত্রী। অন্যান্যদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন তিনি। গত সপ্তাহেই রাজ্যপাল হিসাবে তাঁর নাম ঘোষণা করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।