নিজস্ব প্রতিনিধি : ফের একবার ব্রাজিলের জেলে দেখা গেল মৃত্যুর লড়াই। জেলের ভিতরেই দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারালেন ৫২ জন বন্দি। তাঁদের মধ্যে ১৬ জনের মুন্ডু কেটে নেওয়া হল বলে খবর।
সোমবার সকাল ৭টা নাগাদ ঘটনাটি ঘটে ব্রাজিলের পারা জেলে। জেল সূত্রে খবর, কম্যান্ডো ক্লাস এ এবং চিরপ্রতিদ্বন্দ্বী কম্যান্ডো ভারমেলহোর গ্যাংয়ের সঙ্গে ধুন্ধুমার লড়াই শুরু হয়। আগুন ধরিয়ে দেওয়া জেলের বিভিন্ন কক্ষে। যার ফলে ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছে অনেকেই। এমনকি ২নিরাপত্তারক্ষীকে অপহরণ করে আটকে রাখা হয় বলে অভিযোগ।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই মর্মান্তিক মৃত্যুর ভিডিও। যা নৃশংসতার মাত্রা ছাড়িয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ১৬ টি কাটা মুন্ডু নিয়ে রীতিমতো ফুটবল খেলছে বন্দিরা। জেল কর্তৃপক্ষ জানান, এটি পূর্ব পরিকল্পিত ছিল। এ বিষয়ে কোনও আগাম খবর গোয়েন্দারা পায়নি বলে স্বীকার করে নেন কর্তৃপক্ষ। জেলের এই ভয়াবহ ঘটনার উদ্বেগ প্রকাশ করে ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো জানান, ”তদন্ত নেমেছে পুলিস। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি”।
ব্রাজিলের একটি সংবাদ মাধ্যম বলছে, এ বছরের জুলাইতেই সংশোধনাগারগুলোতে সমীক্ষা করে দেখা গেছে, যেখানে ১৬৩ জন থাকার কথা, সেখানে ৩৪৩ জন করে রাখা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই সেখানে গোলমাল বেশি হবেই। যদিও এই অতিরিক্ত বন্দির তথ্য মেনে নিতে চাননি ভাসকনসেলাস।
উল্লেখ্য, আপাতত সংশোধনাগার কর্তৃপক্ষ ঠিক করেছে, সেখানে বাকি থাকা বন্দিদের মধ্যে থেকে ৪৬ জনকে অন্য জায়গায় রাখা হবে, আর তাঁদের মধ্যেই ১০ জনকে খুব বেশি নজরে রাখা হবে। চলতি বছরে মে মাসে আমাজনাস স্টেটে জেলের ভিতর হিংসায় মৃত্যু হয় ৫৫ বন্দির। ২০১৭ সালে আমাজনাসেই সপ্তাহভর ভয়াবহ গ্যাংওয়ার চলে। তাতে মৃত্যু হয় কমপক্ষে ১৫০ বন্দির। এ ধরনের ঘটনায় বেশির ভাগ ক্ষেত্রে মাদক পাচার নিয়ে লড়াই হয়ে থাকে গ্যাংগুলির মধ্যে।