পুরুলিয়া ৮ মেঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ্যতা নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলিয় প্রার্থী মৃগাঙ্ক মাহাতোর সমর্থনে বুধবার পুরুলিয়ায় পর পর দুটি জনসভা করেন তিনি। এখানেই সরাসরি প্রধানমন্ত্রীকে তোপ দেগে তিনি বলেন, “ওনারতো ব্লকের কাউন্সিলার হওয়া উচিৎ নয়। শুধুমাত্র দাঙ্গা করে টাকা দিয়ে প্রধানমন্ত্রী হয়ে গেল।” প্রধানমন্ত্রী নিজের ক্ষমতা প্রয়োগ করে ত্রাসের রাজত্ব সৃষ্টি করলেও তিনি ভয় পাননা বলে দাবী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বেলা আড়াইটে নাগাদ তিনি প্রথম জনসভাটি করেন হুড়ার লধুড়কা চণ্ডেশ্বর ময়দানে। দ্বিতীয় জনসভাটি করেন ঝালদা ২ নং ব্লকের বামনিয়া এলাকায়। দুজায়গাতেই মুখ্যমন্ত্রী তার সরকারের সময় জেলার উন্নয়নের তালিকা তুলে ধরেন। সেই সঙ্গে নিজস্ব ধরনে আক্রমণ করেন কেন্দ্রের বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। পুরুলিয়ায় জল সমস্যা সমাধানে তার প্রকল্পগুলির কথা বলেন মুখ্যমন্ত্রী। শিল্পায়নের স্বার্থে পুরুলিয়া শহরের উপকণ্ঠে ছড়রায় এয়ারপোর্ট হচ্ছে জানিয়ে তিনি বলেন এটি হয়ে গেলে শিল্পের ক্ষেত্রে অনেক এগিয়ে যাবে পুরুলিয়া। এই উন্নয়নের জন্য তার হাত শক্ত করার কথা বলেন তিনি। বিজেপি উন্নয়ন থমকে দিয়েছে দাবী করে মুখ্যমন্ত্রী বলেন এই রাজ্যের সংস্কৃতি অন্যরকম। পুরুলিয়ায় শান্তির পরিবেশ নষ্ট করতে চায় তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার পুরুলিয়ায় দলীয় জনসভায় অংশগ্রহণ করতে আসছেন। মোদীর প্রসঙ্গ তুলে তিনি বলেন গত পাঁচ বছরে এই জেলার জন্য কিচ্ছু করেনি বিজেপি। কেন্দ্রে থাকাকালীন রেল সহ নানা উন্নয়ন করেছিলেন তিনি। মাওবাদীদের প্রসঙ্গ তুলে তিনি বলেন মাওবাদীদের সময় একবারও দেখা যায়নি বিজেপিকে। জঙ্গলমহলের শান্তি ফিরিয়ে নিয়ে এসেছে তৃণমূল সরকার। নিজের বক্তৃতায় দফায় দফায় মুখ্যমন্ত্রী আক্রমণ করেন পদ্ম শিবির এবং নরেন্দ্র মোদীকে। ধর্ম ও সংস্কৃতির উল্লেখ করে মমতা বলেন,” বিজেপির দেবতাকে ঢুকতে দেব না। সবাই নিজের নিজের আরাধ্যকে পুজো করবে। বিজেপি একটা ছবি নিয়ে আসবে না হলে একটা মূর্তি বসিয়ে দেবে। তারপর বলবে পুজো কর। এটা চলবে না।” পুরুলিয়ায় মাহাতদের সঙ্গে আদিবাসীদের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে বিজেপি এই দাবী করে তিনি বলেন বেশ কিছু নেতা রয়েছে যারা বিজেপির কাছ থেকে টাকা নিয়ে এই বিভাজনে উৎসাহ দেন। এদিন অবশ্য বিজেপির মতো অতটা না হলেও সিপিএম এবং কংগ্রেসকেও ছেড়ে কথা বলেননি মুখ্যমন্ত্রী। এই দুই দলের সঙ্গে বিজেপির সম্পর্ক রয়েছে এই দাবী করে মুখ্যমন্ত্রী বলেন, “মনে রাখবেন সিপিএম এখন বিজেপির বন্ধু হয়ে গেছে। ৩৪ বছর অনেক অত্যাচার করেছে। আর সিপিএম কংগ্রেস আর বিজেপি এখন একসাথে কাজ করে।” কংগ্রেস বা সিপিএম কে ভোট দিলে বিজেপির লাভ হবে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন একটা ভোটের অনেক গুরুত্ব রয়েছে। এই ভোট তৃণমূল পেলে দল দিল্লী দখল করবে। লধুড়কার সভায় এমন কথা বলার পর ঝালদাতেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কংগ্রেসকে ভোট না দেবার জন্য। কারণ এই রাজ্যে কংগ্রেস জিততে পারবে না। এদিন দুজায়গাতেই দলিয় প্রার্থী মৃগাঙ্ক মাহাতোকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে পুরুলিয়ায় আরেকটি জনসভা করার কথা বলেন মুখ্যমন্ত্রী।