জনসভায় যোগ দিতে যাওয়ার সময় পিকআপ ভ্যান উল্টে গুরুতর জখম হল কুড়ি জন।

নিজস্ব প্রতিনিধি  : পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর  জনসভায় যোগ দিতে যাওয়ার সময় পিকআপ ভ্যান উল্টে গুরুতর জখম হল কুড়ি জন।এদিন বুধবার এই ঘটনা ঘটেছে লালগড় থানার লালগড়ে কংসাবতী সেতুর কাছে ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন লালগড়ের নেপুরা অঞ্চলের খোসা গ্রাম থেকে একটি পিকআপ ভ্যানে করে জনা পঁয়ত্রিশ লোক লালগড়ের সজীব সঙ্ঘের মাঠে তৃণমূলের জনসভায় যোগ দিতে আসছিলেন ।লালগড় সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে যায়।আহত সকলকে লালগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।এদের মধ্যে গুরুতর জখম হয়েছেন প্রায় কুড়িজন।আশঙ্কাজনক অবস্থায় এদের ঝাড়গ্রাম সুপারস্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।জানা গিয়েছে এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।উল্লেখ্য এদিন লালগড়ের সজীব সঙ্ঘের মাঠে ঝাড়গ্রাম লোকসভা আসনের তৃণমূল প্রার্থী বিরবাহা সোরেনের হয়ে একটি প্রচার সভা ছিল।সেখানে মূল বক্তা ছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।এদিনের সভা ছিল উপচে পড়া ভীড়।লালগড়ের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ এসেছিলেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন