স্থানীয় সময় শনিবার সকাল আটটা নাগাদ প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হল মিনা মাঙ্গাল কে।তিনি কাবুলের তিনটি নিউজ চ্যানেলের সংবাদপাঠিকা এবং সাংবাদিক ছিলেন ৷আফগানিস্তানের একাধিক টিভি চ্যানেলে বহু টক শো এবং অন্যান্য অনুষ্ঠান দক্ষতার সঙ্গ সঞ্চালন করেছিলেন তিনি।পরে সাংবাদিকতার চাকরি ছেড়ে দেশের পার্লামেন্টের সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে যোগ দেন।
বিবৃতি দিয়ে আফগান অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র এই ঘটনার কথা জানান । আফগানিস্তানের রাজধানী কাবুলের পূর্বাংশে কার্ট–এ–নাও অঞ্চলে এই দুঃখ জনক ঘটনা ঘটেছে ।নসরতের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।ঘটনার তদন্ত শুরু হয়েছে।এখনও পর্যন্ত খুনের কারণ জানা যায়নি।