এবার ঝাড়্গ্রাম লোকসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৬৩৭৭৯৬ জন। যার মধ্যে ৮১১৪৬৪ জন মহিলা এবং ৮২৬৩১৭ জন পুরুষ ভোটার ও ১৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।

নিজস্ব প্রতিনিধি: আজ ভোট জঙ্গলমহলের ঝাড়্গ্রাম লোকসভা কেন্দ্রে। তাই এদিন শনিবার সকাল থেকে সমস্ত ভোট কর্মীদেরকে বিভিন্ন কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। এদিনও তাপমাত্রার পারদ ছিল চল্লিশ থেকে বেয়াল্লিশের ডিগ্রীর কাছাকাছি। এত দাবাদহ সত্ত্বেও কর্তব্য কোন খামতি নেই পুলিশকর্মীদের।নিরাপত্তার দায়িত্বে থাকা আধা সামরিক বাহিনী এবং রাজ্য পুলিশের কর্মীরা তারা দাঁড়িয়ে রয়েছেন মাঠে ময়দানে বিভিন্ন বুথে বুথে সেক্টরে ডিসি সেন্টারে আরসি সেন্টারে। অতি উত্তেজনা প্রবণ বিশেষ করে জঙ্গলমহল মাও অধ্যুষিত থাকায় নিরাপত্তা ব্যবস্থাকে আঁটোসাঁটো করে ফেলেছেন আধা সামরিক বাহিনী থেকে শুরু করে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। সীমান্তবর্তী উড়িষ্যা ঝাড়খন্ড রাজ্যের সীমান্ত এলাকায় গুলির রাস্তা গুলিকে সিল করে পাহারা দিচ্ছেন। নির্বাচন কমিশন সুত্রে জানা গিয়েছে সাধারণ মানুষজনের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। স্পর্শকাতর বুথ গুলিতে ছয় থেকে আটজন করে কেন্দ্রীয় বাহিনী এবং প্রতি বুথে একজন করে রাজ্য পুলিশ থাকবে। ঝাড়্গ্রাম লোকসভা কেন্দ্রের মধ্যে মোট ২৫ জায়গায় নাকা চেকিং এর পয়েন্ট রয়েছে। ক্যামেরা ও ওয়েবকাস্টিং ১১৬ টি রয়েছে। এবার ঝাড়্গ্রাম লোকসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৬৩৭৭৯৬ জন। যার মধ্যে ৮১১৪৬৪ জন মহিলা এবং ৮২৬৩১৭ জন পুরুষ ভোটার ও ১৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। তৃণমূল, বিজেপি, সিপিএম, ঝাড়খণ্ড পার্টি সহ মোট ৯ জন প্রার্থী রয়েছেন ঝাড়্গ্রাম লোকসভায়। মোট বুথ সংখ্যা রয়েছে ১৯৯৪ টি। যার মধ্যে মডেল বুথ রয়েছে ১০ টি। পাঁচ হাজার দুইশো জন মোট ভোট কর্মী রয়েছে এই লোকসভা কেন্দ্রে। ১৯৯৪ টি বুথকে স্পর্শ কাতর বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জানা গিয়েছে এবছর লোকসভা নির্বাচনে রবিবার সকাল সাতটা থেকে শুরু হবে চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন