মোবাইল ফোন পাওয়ার ব্যাঙ্কে লাগিয়ে কাজ করার সময় মর্মান্তিক মৃত্যু হল যুবকের ।

নেহাতই গেম খেলা বা চ্যাট মনোরঞ্জনে নয় ,কাজের খাতিরেই মোবাইল ফোন পাওয়ার ব্যাঙ্কে লাগিয়ে কাজ করছিলেন বছর ২৬ এর ভবতোষ । তাঁর বাড়ি বনগাঁ তে। একটি বেসরকারি সংস্থায় কাজ করার পাশাপাশি অন্য একটি বেসরকারি নিউজ ডেস্কে কন্টেন্ট রাইটিং এর কাজ করতেন তিনি।দিন ৭-৮ টা কপি পাঠাতে হত তাঁকে ।রবিবার ছুটির দিনেও দুপুরবেলা  সেই কাজ ই করছিলেন তিনি , চার্জ কমে আসায় ফোন পাওয়ার ব্যাঙ্কে লাগিয়ে কাজ করতে থাকেন ।মোবাইল আগুনের মত গরম হয়ে যাওয়া সত্তেও তা পাওয়ার ব্যাঙ্ক থেকে আলাদা করার কথা মনে হয়নি তার।এই অসতর্কতাই মর্মান্তিক মৃত্যু ডেকে আনল ,তাঁকে অসময়ে চলে যেতে হল পৃথিবী ছেড়ে ।মোবাইল ফেটে তার থেকে তরল পদার্থ বেরিয়ে ছড়িয়ে পড়ে যুবকের শরীরে, নাক মুখ থেকে রক্ত বেরিয়ে মৃত্যু হয় তাঁর।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন