মোদী কর্মসংস্থান যোজনায় পকোড়া বিক্রি করতে গিয়ে গ্রেফতার হলেন স্নাতকেরা।

আমার সকাল : চণ্ডীগড়ে বিজেপি প্রার্থী কিরন খেরের সমর্থনে সভা করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।কয়েক মিটার দূরে সভাস্থলের সামনে ‘মোদি পকোড়া’ বেচছিলেন একদল কলেজ ছাত্র তাও আবার স্নাতকের বিশেষ পোশাক পরে৷ চণ্ডীগড়ের সেক্টর ৩৪ স্টেশন হাউস পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ১২ জন ছাত্রকে আটক করে চণ্ডীগড় পুলিশ৷তাদের পুলিশি হেফাজতে রেখে র‌্যালি শেষে ছেড়ে দেওয়া হয়৷ওই পড়ুয়ারা কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ এলএলবি৷ সকলেই গ্র্যাজুয়েশনের পোশাক পরেই পকোড়া বেচছিলেন৷আটক হওয়া এক ছাত্রীর কথায়, ‘আমরা এখানে মোদিজিকে স্বাগত জানাতে এসেছি৷ কারণ উনি আমাদের কেন্দ্রীয় সরকারের পকোড়া যোজনায় কর্মসংস্থান দিয়েছেন৷ তাই আমরা মোদির র‌্যালিতে পকোড়া বেচছি৷ যাতে উনি জানতে পারেন, দেশের শিক্ষিত যুবক-যুবতীরা পকোড়া বিক্রি করছেন৷’ 

 

 

 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন