শৃঙ্গ জয়ের পর গুরুতর অসুস্থ চার বাঙালি পর্বতারোহী

নিজস্ব প্রতিনিধি— কাঞ্জনজঙ্ঘা শৃঙ্গ জয়ের পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন চার বাঙালি পবর্তারোহী। বিপ্লব বৈদ্য, কুন্তল কাঁড়ার, রমেশ রায় এবং রুদ্ধপ্রসাদ হালদার। এদের মধ্যে বিপ্লব বৈদ্য, কুন্তল কাঁড়ারের প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে। জানা গিযেছে, বুধবার চার পর্বতারোহী শৃঙ্গ জয় করার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে বিপ্লব এবং কুন্তল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁদের উদ্ধার করার উদ্দেশ্য উদ্ধারকারী দল পৌঁছলেও। তাঁদের সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। এই দুজনকে সেখানে রেখে চলে আসতে একপ্রকার বাধ্য হয়। এরপর আজ এদের দুজনকে ক্যাম্প-৪ এ নিয়ে আসার চেষ্টা করছে উদ্ধারকারী দল। তবে তাঁদের বেঁচে ফেরা কঠিন বলে মনে করছে উদ্ধারকারী দল। অপরদিকে আরও দুই পর্বাতারোহী রমেশ রায় ও রুদ্ধপ্রসাদ হালদারও গুরুতর অসুস্থ। এই দুজনের মধ্যে রমেশ রায়ের স্নো ব্লাইন্ডনেসে আক্রান্ত। তাদের আজ ক্যাম্প-২ নিয়ে আসার চেষ্টা চলছে।

উল্লেখ্য, এই চার বাঙালিই এভারেষ্ট জয় করেছিলেন। বুধবার ৫ বছর পর কোনও বাঙালি পর্বতারোহী কাঞ্চনজঙ্ঘা জয়ের খুশি খবর আসে। এরপর আজ সকালে খুশির খবর আতঙ্কে পরিণত হয়। কারণ এর আগে ২০১৪ সালে কাঞ্জনজঙ্ঘা সামিট জয় করার পর পাহাড়ের কোলে হারিয়ে যায় ছন্দা গায়েন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন