বিজেপি ৩০০র বেশি আসন নিয়ে আবার ক্ষমতায় আসবে, টাকি তে বললেন মোদী।

আজ টাকিতে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷তৃণমূল-বিজেপির সংঘর্ষে  ভোটের বাজার এখন তপ্ত। চলছে একে অপরের বিরুদ্ধে দোষারোপ আর কাদা ছোড়াছুড়ি ।মঙ্গলবারের হামলার ঘটনা  নিয়ে এখন পুরো দেশে চর্চা চলছে।সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন  ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবো। তার জবাবি ভাষণে মোদি বলেন, ‘‘মঙ্গলবারের  মমতা দিদি বলেছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে তীব্র প্রতিফলন দেখা দিল৷ দিদি, আপনার অহংকার দেখে জনতা আপনাকে ক্ষমতাচ্যুত করবেন৷’’মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুলে মোদির মন্তব্য, ‘‘দিদি, ভুলে যাবেন না, যাঁরা আপনাকে ২১তম ভারতের সপ্তম আকাশে বসাতে পারে, তাঁরা আপনাকে মাটিতে আছড়ে ফেলতেও পারে। যাঁদের আপনি জেলে পুড়ছেন, তাঁরাই আপনাকে ক্ষমতাচ্যুত করবে৷ দিদি, পরিষেবা দিয়ে ক্ষমতায় আসতে হয়। কিন্তু, আপনি তো জনতা আর ক্ষমতাকে গোলাম করে রাখতে চাইছেন। জনতা ক্ষমা করবে না। আপনার দিন ফুরিয়ে আসতে চলেছে৷’’বলেন, ‘‘দিদি, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে মানি না বলছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে মানেন।  দিদি, আপনি লিখে রেখে দিন, বিজেপি ৩০০র বেশি আসন নিয়ে আবার ক্ষমতায় আসবে৷’’

PM Modi in Basirhat, West Bengal: Didi, aap khud artist ho, aapse agrah karunga, aap mera bhadde se bhadda chitra banaiye aur May 23 ke baad, meri PM shapth ke baad, meri jo tasveer aapne banayi hai woh mujhe bhent karen, mein aap par FIR nahi karunga https://t.co/DtwNiE5B3o

— ANI (@ANI) May 15, 2019

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন