চিন সরকার সব ভাষার অনলাইন উইকিপিডিয়া পেজ ব্যান করল।প্রথমে শুধু চিনা ভাষার পেজ ই বন্ধ করা হয়েছিল।যদিও এখনো পর্যন্ত বেজিংয়ের পক্ষ থেকে উইকিপিডিয়াকে কোনও নোটিশ দেওয়া হয়নি৷
প্রথম পর্বে গুগল, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক এই তালিকায় ছিল৷ নিষিদ্ধ করা হয়েছে ট্যুইটার, ইনস্টাগ্রামের মত সোশ্যাল মিডিয়াও৷এপ্রিল মাস থেকে এই উদ্যোগ নেওয়া শুরু হয়েছিল,মে মাসে সিদ্ধান্ত কার্যকরী করা হয়৷উইকিপিডিয়া কর্তৃপক্ষের পক্ষ থেকে মুখপাত্র সামান্থা লিয়েন একথা জানিয়েছেন।
ইন্টার ট্রাফিক রিপোর্টের ওপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷১৯৮৯ সালের তিয়েনআনমেন স্কোয়ার ও তিব্বতের হিমালয়ান রিজিয়ন নিয়ে কিছু আপত্তিকর আর্টিকল রয়েছে উইকিপিডিয়ায়৷যা নিয়ে সমস্যা হচ্ছিল বেজিং প্রশাসনের।তবে মেন পেজ এখনও খোলা যাচ্ছে বলে জানা গিয়েছে৷