নিজস্ব প্রতিনিধি : তিন তিনবার। ব্যাঙ্ক প্রতারণা মামলায় নীরব মোদী জামিন খারিজ করে দিল ব্রিটিশ আদালত। ভারতীয় হিরে ব্যাবসায়ী নীরব মোদীকে আগামী ৩০ মে ফের আদালতে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে ব্রিটিশ আদালত। উল্লেখ্য, এর আগেও দুবার নীরব মোদীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
গত ১৯ মার্চ নীরব মোদীকে স্কটল্যান্ড ইয়ার্ড থেকে গ্রেফতার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে ভারতের পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক থেকে ১৩ হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
নীরব যাতে জেল থেকে বেরোতে না পারেন, সে বিষয় নিশ্চিত করতে এর আগে লন্ডনে উড়ে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের একটি দল। সেই দলের নেতৃত্বে ছিলেন ইডির যৌথ অধিকর্তা পদমর্যাদার এক কর্তা। তৃতীয় বারের জামিনের আবেদন নিয়ে শুনানির আগে ব্রিটিশ সরকারের আইন মন্ত্রকের কর্তাদের সঙ্গে তাঁরা বৈঠক সারেন। সূত্রের খবর, ব্রিটিশ আধিকারিকদের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসেছে।
ব্রিটিশ পুলিশের খাতায় অতীতে নীরব মোদীর বিরুদ্ধে বাতিল হয়ে যাওয়া পাসপোর্ট নিয়ে সফরের যাওয়ার অভিযোগ রয়েছে। ইন্টারপোলের রেড কর্নার নোটিশ থাকা সত্ত্বেও তিন তিনবার লন্ডনের বাইরে সফর করেছেন নীরব মোদী। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির আশঙ্কা, নীরব মোদী জামিন পেলে গেলে টাকার জোরে ফের ব্রিটেন ছেড়ে পালানোর ছক কষতে পারেন। সে ক্ষেত্রে তাঁর খোঁচ পাওয়া আরও কঠিন হয়ে যেতে পারে।