নিজস্ব সংবাদদাতা: ফের পাকিস্তানের মাটি রক্তাক্ত করল আইএসআইয়ের তৈরি জেহাদিরা৷ বুধবার লাহোরে একটি সুফি ধর্মস্থলে ভয়াবহ বিষ্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা৷ ঘটনায় এপর্যন্ত মৃত্যু হয়েছে ছয় জনের৷ আহত বহু৷লাফিয়ে লাফিয়ে বাড়চ্ছে মৃত্যুর সংখ্যা।পাক সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, লাহোরে দাতা দরবার নামে একটি সুফি ধর্মস্থানে বিস্ফোরণটি ঘটেছে৷ পাঞ্জাব পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা৷ এখনও পর্যন্ত এই ঘটনায় প্রাণ হারিয়েছেন চার পুলিশকর্মী৷ আহত হয়েছেন আরও ১৫ জন৷লাহোরের একটি টিভি চ্যানেল সূত্রে খবর, দরগার যে অংশের প্রবেশ দ্বার মহিলাদের জন্য সুরক্ষিত, হামলা চালানো হয় সেখানেই। পঞ্জাব পুলিশের মুখপাত্র নায়াব হায়দারের কথায়, দরগার বাইরেই পুলিশের একটি গাড়ি দাঁড়িয়েছিল। নিশানা করা হয়েছিল সেটিকেই।

ঘটনায় পুলিশ অফিসার-সহ চার জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। জখম আরও অনেক।লাহোর পুলিশের শীর্ষ আধিকারিক গাজানফার আলি বলেছেন, ‘‘বিস্ফোরণের সময় দরগার ভিতরে শতাধিক মানুষ ছিলেন। দরগার বাইরে পুলিশ ও নিরাপত্তাকর্মীদেরই মূলত টার্গেট করেছিল দুষ্কৃতীরা। কী ভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছে তার তদন্ত চলছে।’’ একই মত পুলিশ আধিকারিক মহম্মদ কাশিফেরও। তাঁর কথায়, ‘‘প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে এটা আত্মঘাতী বিস্ফোরণ ছিল। তবে তদন্ত চলছে। বিস্ফোরণ স্থল পরীক্ষা করে দেখা হচ্ছে। ’’ উল্লেখ্য, ২০১৭ সালে সিন্ধ প্রদেশের বিখ্যাত লাল শাহবাজ কলন্দর নামের সুফি দরগায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ৮০ জন নিরীহ মানুষ। তারপরই অভিযানে প্রায় ১০০ জঙ্গিকে নিকেশ করেছিল পাক সেনা৷ বিশেষজ্ঞদের মতে ভারতকে জেরবার করতে যে জঙ্গি গোষ্ঠীগুলিকে তৈরি করেছিল পাকিস্তান তারাই এখন পাক সেনার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে৷