দেশজুড়ে চলছে সপ্তদশ লোকসভা নির্বাচন৷ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে পাঁচ দফার ভোটপর্ব৷ বাকি আর দু পর্ব । এর মধ্যে চমকপ্রদ খবর হচ্ছে এবারের নির্বাচনে প্রথমবারের জন্য গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন প্রায় এক হাজার পাক শরণার্থী৷ এবং ভোট দিলেন কর্মসূত্রে পাকিস্তান এ বসবাসকারী শতাধিক ভারতীয় । সোমবার পঞ্চম দফার ভোট ছিল ভারতে৷ তবে এর ঠিক একদিন আগে, অর্থাৎ রবিবারই পাকিস্তানে ভোট দেন ভারতের রাষ্ট্রদূত অজয় বিসারিয়া৷ টুইটারে সেই ছবিও পোস্ট করেন তিনি৷ সুষ্ঠুভাবে গোটা নির্বাচন প্রক্রিয়া চালনা করার জন্য তিনি ধন্যবাদ জানান ভারতের নির্বাচন কমিশনকে৷
.@IndiainPakistan voted ! Calling out to #ServiceVoters in all embassies to exercise their franchise in #LokSabhaElection2019 using #ETPB ! @MEAIndia @IndianDiplomacy @Ajaybis https://t.co/qpjzNJyAVe
— Election Commission of India #SVEEP (@ECISVEEP) May 7, 2019
এছাড়া ওইদিনই ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাই কমিশনে ভোট দেন কর্মসূত্রে পাকিস্তানে বসবাসকারী ভারতীয়রা৷ মঙ্গলবার ছবিটি শেয়ার করে ভারতের নির্বাচন কমিশন৷জানা গিয়েছে, ভোটপর্ব শুরুর আগেই কর্মসূত্রে বিদেশে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছিল নির্বাচন কমিশন৷‘ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট’ ব্যবহার করে তাঁদের ভোটদানের পরামর্শ দিয়েছিল কমিশন৷সেই পদ্ধতিতেই সোমবার ভোট দেন এই শ’খানেক ভারতীয় নাগরিক ।