ভোট দিতে পারলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । শারীরিক অসুস্থতার কারনেই তিনি ভোট দিতে পারলেন না বলে জানা গেছে।তবে তাঁর স্ত্রী ও কন্যা ভোট দিয়েছেন।প্রসঙ্গত জানা যায় ভোটের প্রচারেও তিনি অংশ গ্রহন করতে পারেননি ।কিছুদিন আগে সীতারাম ইয়েচুরি তাঁকে অনুরোধ করেন যদি প্রচারে কিছুটা হলেও অংশ নিতে পারেন,কিন্তু তিনি তাঁর অসমর্থতার কথা জানিয়ে বলেন তিনি এই অসুস্থ চেহারায় জনসমক্ষে জেতে চান না।ব্রিগেড সমাবেশেও অক্সিজেন সিলিন্ডার সঙ্গে নিয়ে গাড়ির ভেতরেই কিছুক্ষণ বসে থেকে চলে যান বাড়িতে ।দীর্ঘদিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।তাই কার্যত রাজনীতি থেকে নিজেকে অনেকটাই দুরে সরিয়ে নিয়েছে, কিন্তু তিনি চার দেওয়ালের মধ্যেও নিজেকে বন্দি রেখেও যেন মনটা দিয়ে রেখেছেন লাল ঝান্ডার ওপরের। তাই প্রবল শারীরিক বাধা উপেক্ষা করেও পৌছে গিয়েছিলেন সিপিএমের ব্রিগেড সমাবেশে।কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়ে এবারের মতো আর ভোট দিতে পারলেন না তিনি।শারীরিক অবস্থার অবনতির কারণে, সম্ভবত এবারই রাজ্যের কোন ভোটে অংশগ্রহন করতে পারলেন না তিনি।সকাল থেকে তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়ির সামনে তৈরী ছিল গাড়ি, নিরাপত্তারক্ষীরাও। কিন্তু শেষমেষের নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারলেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।