নিজস্ব প্রতিনিধি— পূর্বঘোষিত সূচি মেনেই শুক্রবার আসন্ন বিশ্বকাপের থিম সং প্রকাশ্য করল বিশ্বক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। নবাগত পপ তারকা লরিন ও ব্রিটেনের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড রুডিমেন্টালের সহযোগিতায় তৈরি হয়েছে দ্বাদশ বিশ্বকাপের অফিসিয়ালস সং ‘স্ট্যান্ড বাই’। ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করা দেশগুলির ক্রিকেট উন্মাদনা এবং যুক্তরাজ্যের বৈচিত্র উঠে এসেছে এই থম সঙে।
যুক্তরাজ্যের প্রতিটি অলি-গলি তো বটেই। বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই ব্যাকগ্রাউন্ডে লরিন ও রুডিমেন্টালের যৌথ উদ্যোগে তৈরি এই অনবদ্য উপস্থাপনা শুনতে পাবেন অনুরাগীরা। যুক্তরাজ্যের প্রায় এক মিলিয়ন স্পোর্টিং ফ্যান, পাশাপাশি সারা বিশ্বে ছড়িয়ে থাকা কোটি-কোটি ক্রিকেট অনুরাগীদের হৃদয়ে ঝড় তোলার অপেক্ষায় ‘স্ট্যান্ড-বাই’।
উল্লেখ্য, আগামী ৩০ মে ইংল্যান্ড-ওয়েলসের মাটিতে শুরু হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা ক্রিকেট বিশ্বকাপ। ১৯৯৯, ২০০৩, ২০০৭ পরপর তিনটি কাপ জয় করে নিজের বিশ্ব ক্রিকেটে নজির গড়েছিল অস্ট্রেলিয়া। ২০১১ সালে সেই জয় ছিনিয়ে নিয়ে ছিল ভারত। এরপর ২০১৫ সালের বিশ্বকাপে আবারও জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। এবার ২০১৯ এবারও কি সেই জয়ের ধারা অব্যাহত রাখবে অস্ট্রেলিয়া? নাকি কোনও অঘটন ঘটবে?
অফিসিয়ালস সং-এর ভিডিও…
🎶 The Official #CWC19 Song is here! 🎶
'Stand By' from @thisisloryn & @Rudimental is out now!https://t.co/6cgKKOOpBY
— Cricket World Cup (@cricketworldcup) May 17, 2019