টানা দু’মাস স্কুল ছুটি ,কিন্তু সরকারি নির্দেশিকা অনুযায়ী স্কুলের অ্যাকাউন্টে পরের পর মেল আসছে ফর্ম পূরণের । যা কার্যকর করতে স্কুল খোলা ছাড়া উপায় নেই। মাধ্যমিক স্তরের ছাত্রীদের আর্থিক অনুদান দেওয়ার জাতীয় প্রকল্পের জন্য বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে। ডিআই অফিস সেই নির্দেশিকা স্কুলে স্কুলে পাঠাচ্ছে ।নির্দেশিকা অনুযায়ী ১৬ মে’র মধ্যে ছাত্রীদের যাবতীয় তথ্য দিয়ে পূরণ করে তা পাঠাতে হবে ফর্মে উল্লিখিত ঠিকানায় । এই তথ্যের ভিত্তিতেই টাকা পাবেন ছাত্রীরা। কিন্তু এখন অতিরিক্ত উত্তপ্ত আবহাওয়ার কারণে দুমাসের জন্য ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকা্র।করণিকরা কেউ নেই। এই অবস্থায় এত তথ্যাদি দিয়ে কে সাহায্য করবে প্রধান শিক্ষক বা শিক্ষিকাদের? বিভ্রান্তিতে পড়েছেন শিক্ষক শিক্ষিকারা।