জঙ্গি হামলার জেরে মুসলিম-বিরোধী দাঙ্গার পরিস্থিতি তৈরি হল শ্রীলঙ্কায়৷সাময়িক ব্যান সোশ্যাল মিডিয়া ।

কলম্বো : ইস্টার রবিবারের সেই ভয়াবহ জঙ্গি হামলার পর থেকেই ফেসবুক ও হোয়াটসঅ্যাপ-এ নানা মুসলিম-বিরোধী উস্কানিমূলক পোস্ট ছড়ানো হচ্ছিল৷ আব্দুল হামিদ মহম্মদ হাসমর নামে ৩৮ বছর বয়েসের এক যুবক তার ফেসবুক ওয়ালে পোস্ট করেন “একদিন তোমরা সবাই কাঁদবে ” , তারপরেই উত্তেজনা ছড়িয়ে পরে গোটা এলাকায়। তিনি শ্রীলঙ্কার চিলো শহরে একটি মুসলিম মালিকানাধীন দোকানে কাজ করতেন।পোস্ট টি করার পরেই হামলা চালায় খ্রিস্টান উগ্রপন্থী গোষ্ঠীর কয়েকজন দুষ্কৃতী৷রীতিমতো দাঙ্গা বেঁধে যায়।উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ শূন্যে গুলিও চালায়৷ 

শ্রীলঙ্কার মোট জনসংখ্যা ২.১ কোটি৷ যার মধ্যে বেশির ভাগই বৌদ্ধ ধর্মাবলম্বী৷ ১০ শতাংশ মুসলিম ও ৭.৬ শতাংশ খ্রিস্ট ধর্মের মানুষ৷জঙ্গি হামলার পর মুসলিম-বিরোধী দাঙ্গার পরিস্থিতি তৈরি হয় শ্রীলঙ্কায়৷সাম্প্রদায়িক হিংসা যাতে ছড়িয়ে না পড়ে বেশ কিছু সোশ্যাল মিডিয়া সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয় । চিলো সহ বেশ কিছু শহরে রাতে কার্ফু চলছে৷ সোমবার বেশ কিছু কার্ফু তোলা হলেও সোশ্যাল মিডিয়া নিয়ে ঝুঁকি নিচ্ছে না প্রশাসন ।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন