রান্টুয়া এলাকায় একটি লরির সাথে মুখোমুখি ধাক্কা হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় শেখ আতিবুলের।

পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মোটর বাইক আরোহীর । এই ঘটনায় গুরুতর ভাবে জখম হল আরও এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বেলিয়াবেড়া থানার রান্টুয়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম শেখ আতিবুল রহমান (২১)। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন সাঁকরাইল ব্লকের রোহিনী থেকে বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে গোপীবল্লভপুরের দিকে বাড়ি ফিরছিল। তার বাইকে শেখ আতিবুল ছাড়াও আরও দুজন বন্ধু ছিল বলে জানা গিয়েছে। রান্টুয়া এলাকায় একটি লরির সাথে মুখোমুখি ধাক্কা হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় শেখ আতিবুলের। এই ঘটনায় গুরুতর আহত দুই ব্যক্তিকে স্থানীয় মানুষজনেরা উদ্ধার করে তপসিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখান তাদের অবস্থার অবনতি ঘটায় তাদেরকে উড়িষ্যায় নিয়ে যাওয়া হয় বলে পরিবারের সুত্রে জানা গিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন