নিজস্ব প্রতিনিধি : রবিবার সকালে রাজধানী কলম্বোর তিনটি হোটেল ও গির্জা ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে। ঘটনায় এখনও পর্যন্ত ১৮৫ জনের নিহত হওয়ার খবর মিলেছে। আহত হয়েছেন তিনশোরও এই ঘটনার কড়া সমালোচনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে প্রধানমন্ত্রী জানান, এই পৃথিবীতে এমন কোনও জায়গা নেই যে বর্বোরচিত সন্ত্রাসে আক্রান্ত হয়েছে। শ্রীলঙ্কার মানুষের পাশে রয়েছে ভারত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন মোদী।
Strongly condemn the horrific blasts in Sri Lanka. There is no place for such barbarism in our region. India stands in solidarity with the people of Sri Lanka. My thoughts are with the bereaved families and prayers with the injured.
— Narendra Modi (@narendramodi) April 21, 2019

কেউ এই হামলার দায় স্বীকার করেনি। গির্জায় ইস্টারের প্রার্থনা চলাকালীন এই হামলা ঘটে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নিহতদের মধ্যে ন’জন বিদেশি নাগরিকও রয়েছেন।ঘটনার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। একটি টুইট করে তিনি বলেন, এ জাতীয় হামলা একেবারেই কাপুরোষোচিত। দেশের প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধ থাকতে ও দৃঢ় মনের পরিচয় দিতে অনুরোধ জানান তিনি।নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটে কড়া নিন্দা করে বলেন, যে কোনও ধরনের হিংসা গ্রহণযোগ্য নয়।
Saddened and shocked at the disturbing news coming in from Sri Lanka. All forms of violence are unacceptable. Easter is a Festival of Peace. My thoughts and prayers with the grieving families
— Mamata Banerjee (@MamataOfficial) April 21, 2019
আজ পরপর ছ’টি বিস্ফোরণের রেশ এখনও কাটেনি। নিহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তারমধ্যেই এ বার ফের জোড়া বিস্ফোরণে কেঁপে উঠলো কলম্বোর দেহিওয়েলা। শ্রীলঙ্কা প্রশাসন সূত্রে খবর, দুপুর ২টো নাগাদ সপ্তম বিস্ফোরণ ঘটে। তার কিছুক্ষণ পরেই আরেকটি বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে দু’জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই সেই এলাকাতে পৌঁছেছে সেনা। তল্লাশি চালানো হচ্ছে এলাকা জুড়ে। কারফিউ জারি করা হয়েছে কলম্বোতে।রবিবার দুপুর ৩টে পর্যন্ত আটটি বিস্ফোরণ ঘটেছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো-সহ সংলগ্ন এলাকায়।