ভাগ্য তাকে ধাক্কা দিতে দিতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রিক্সা চালক এর পরিচিতিতে এনে ফেলেছে।

 আমার সকাল: পাটুলির রিক্সা স্ট্যান্ডে  গিয়ে খোঁজ করলে দেখা মিলতে পারে তার।নাম রবিন মণ্ডল। এলাকায়  সে সবার খুব পরিচিত ও প্রিয় । রিক্সাওয়ালা দের মধ্যে সে ব্যাতিক্রমি। নেশাভাঙ করে না।সারা দিনের উপার্জন সে রাতে এসে স্ত্রীর হাতে তুলে দেয়। গৃহিণীর সুনিপুণ পরিচালনায় তার সংসার দিব্যি চলে যায়। তাদের যাবতীয় স্বপ্ন একমাত্র সন্তান ঋষিকে নিয়ে। পড়াশোনায় দক্ষ ঋষি স্কুলের শিক্ষকদের কাছে খুবই প্রিয়। রবিন ও একসময় অত্যন্ত মেধাবী ছাত্র ছিল ।কিন্তু ভাগ্য তাকে ধাক্কা দিতে দিতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রিক্সা  চালক এর পরিচিতিতে এনে ফেলেছে।এখন সে সারাদিন রিক্সা চালায় আর সুযোগ পেলেই মনের টানে কাগজ কলম নিয়ে বসে যায় কবিতা লিখতে।হয়ত এই পর্যন্তও ঠিক ছিল,কিন্তু তার লেখা কবিতা পড়ে তার  একমাত্র সন্তান ঋষি যাদবপুর জোনে প্রথম হয়েছে। নিশ্চয়ই আপনারাও কবিতা টা পড়ার জন্য উন্মুখ হয়ে আছেন। কখনও যদি পাই নিশ্চয়ই  এখানে প্রকাশ করব,কথা দিলাম।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন