শ্রীলঙ্কায় ভয়াবহ বিস্ফোরণ, বাকরুদ্ধ বলিউড, সমবেদনা অনুষ্কা-জ্যাকলিন-অর্জুন

নিজস্ব প্রতিনিধি : সকাল ৮টা ৪৫ মিনিট। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর তিনটি গির্জায় চলছিল ইস্টারের প্রার্থনা। হঠাৎ করেই জোরালো বিস্ফোরণ। একটি নয়, পরপর ছ’টি। তিনটি গির্জা ও তিনটি হোটেলে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল কলম্বো। মুহূর্তের মধ্যে চারদিকে মানুষের আর্তনাদ, রক্ত। পরপর আট’টি বিস্ফোরণে এখনও পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ১৬০ জন। আহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। ভয়াবহ এই নাশকতার ঘটনায় শোক প্রকাশ করেছে গোটা বিশ্ব। ইস্টারে ধারাবাহিক বিস্ফোরণের পর শ্রীলঙ্কার পাশে দাঁড়াল বলিউড। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করে হতাহতের পরিবারকে সমবেদনা জানালেন অনুষ্কা থেকে শুরু করে জ্যাকলিন ফার্নান্ডেজ, আর মাধবন, রবীনা ট্যান্ডন-সহ অন্যান্য সেলিব্রিটিরা। 

দেখে নিন টুইটে কে কী লিখেছেন… 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন