নিজস্ব প্রতিনিধি : পরপর ছ’টি বিস্ফোরণের রেশ এখনও কাটেনি। নিহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তারমধ্যেই এ বার ফের জোড়া বিস্ফোরণে কেঁপে উঠলো কলম্বোর দেহিওয়েলা। শ্রীলঙ্কা প্রশাসন সূত্রে খবর, দুপুর ২টো নাগাদ সপ্তম বিস্ফোরণ ঘটে। তার কিছুক্ষণ পরেই আরেকটি বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে দু’জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সেই এলাকাতে পৌঁছেছে সেনা। তল্লাশি চালানো হচ্ছে এলাকা জুড়ে। কারফিউ জারি করা হয়েছে কলম্বোতে।রবিবার দুপুর ৩টে পর্যন্ত আটটি বিস্ফোরণ ঘটেছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো-সহ সংলগ্ন এলাকায়। রবিবার সকালে রাজধানী কলম্বোর কয়েকটি তিনটি হোটেল ও তিনটি গির্জা ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে চারদিকে মানুষের আর্তনাদ, রক্ত। পরপর আট’টি বিস্ফোরণে এখনও পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ১৬০ জন। আহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। ভয়াবহ এই নাশকতার ঘটনায় শোক প্রকাশ করেছে গোটা বিশ্ব। ইস্টারে ধারাবাহিক বিস্ফোরণের পর শ্রীলঙ্কার পাশে দাঁড়াল ভারতীয় ক্রিকেট দল। বিরাট নিজের শোকবার্তায় লিখেছেন ‘গোটা ঘটনায় বাকরুদ্ধ, শ্রীলঙ্কা থেকে যেসব খবর আসছে ,যারা এই ঘটনায় প্রভাবিত হয়েছেন তাঁদের প্রতি আমার সহনাভূতি ও সমবেদনা ৷ ’
গোটা ঘটনায় সমবেদনা প্রকাশ করেছেন ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মা, সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ, কেএল রাহুল, সানিয়া মির্জা ৷
দেখে নিন টুইটে কে কী লিখেছেন…



