শ্রীলঙ্কায় বিস্ফোরণে মৃতের সংখ্যা নাকি '১৩.৮ কোটি'! ফের টুইটে সবেতেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

নিজস্ব প্রতিনিধি : রবিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে তিনটি গির্জায় ইস্টারের প্রার্থনা চলাকালীন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও বিস্ফোরণ হয়েছে তিনটি হোটেলেও। পরপর ছ’টি বিস্ফোরণে এখনও পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ১৬০ জন। আহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। ভয়াবহ এই নাশকতার ঘটনায় শোক প্রকাশ করেছে গোটা বিশ্ব। শ্রীলঙ্কাবাসীকে সমবেদনা জানাতে টুইট করেছিলেন ডোনাল্ড ট্রাম্পও। আর সেখানেই এক মস্ত গণ্ডগোল করেছেন তিনি। নিজের টুইটে ট্রাম্প লিখেছেন, এই ভয়াবহ দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১৩৮ মিলিয়ন লোক! অর্থাত্‍‌ ১৩.৮ কোটি। যেখানে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৃতের সংখ্যা দেড় শতাধিক। 

টুইটে ট্রাম্প লেখেন, ‘শ্রীলঙ্কার গির্জা ও হোটেলে ধারাবাহিক বিস্ফোরণে ১৩৮ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে। গুরুতরভাবে আহত হয়েছেন ৬০০-রও বেশি মানুষ। এই ঘটনায় শ্রীলঙ্কার মানুষের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে আমেরিকার মানুষ। আমরা যে কোনও সাহায্যের জন্য তৈরি।’ 

https://twitter.com/realDonaldTrump/status/1119923840161857536

মার্কিন প্রেসিডেন্টের এই টুইটের পরেই নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কড়া ভাষায় নিন্দা করে টুইটারিয়ানরা বলেছেন, “এমন স্পর্শকাতর বিষয়ে তথ্য দেওয়ার আগে প্রেসিডেন্টের আর একটু সতর্ক হওয়া উচিত ছিল। কী ভাবে এমন ভুল করলেন তিনি?” অনেকেই আবার বলেছেন, “ট্রাম্প বোধহয় ঠিক করে সংখ্যা গুনতেও জাননে না। তফাত বোঝেন না শূন্যেরও।

https://twitter.com/realDonaldTrump/status/1117844987293487104

সে জন্যেই ১৩৮ জন (সে সময়ে নিহতের সংখ্যা) আর ১৩৮ মিলিয়ন গুলিয়ে ফেলেছেন।“ তবে টুইটারে সমালোচনা শুরু হতেই টুইটটি মুছে ফেলা হয়।

 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন