বিশ্বকাপ দলে তিন জন স্ট্যান্ডবাই থাকছে। ঋষভ পন্থ এবং অম্বাতি রায়ডু প্রথম দুই স্ট্যান্ডবাই আর নভদীপ সাইনি রয়েছেন বোলার- স্ট্যান্ডবাই হিসেবে।কেউ চোট পেলেই এঁদের তিনজনের একজনকে খেলানো হবে।

নিজস্ব প্রতিনিধি : ইংল্যান্ডের টিকিট পেলেন ঋষভ পন্থ এবং অম্বাতি রায়ডু। তবে অন্যভাবে।বুধবার বিসিসিআই ইংল্যান্ডে ভারতের বিশ্বকাপ দলের জন্য স্ট্যান্ডবাই হিসেবে পন্থ এবং রায়ডুর নাম ঘোষণা করেছে। দুরন্ত ফর্মে থাকা ঋষভ এবং রায়ডু কেন বিশ্বকাপের জন্য পনেরো জনের দলে নেই, তা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড়় উঠেছে দেশজুড়ে । বোর্ডের তরফে এদিন জানানো হয়েছে, কোনও ক্রিকেটার চোটের কারণে খেলতে না পারলে, সে জায়গায় ঋষভ পন্থ এবং অম্বাতি রায়ডু খেলবেন।
তবে শুধু পন্থ আর রায়ডুই নন, নভদীপ সাইনিও রয়েছেন এই স্কোয়াডে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির মতো বিশ্বকাপ দলেও তিন জন স্ট্যান্ডবাই থাকছে। ঋষভ পন্থ এবং অম্বাতি রায়ডু প্রথম দুই স্ট্যান্ডবাই আর নভদীপ সাইনি রয়েছেন বোলার- স্ট্যান্ডবাই হিসেবে।কেউ চোট পেলেই এঁদের তিনজনের একজনকে খেলানো হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন