নিজস্ব প্রতিনিধি ঃ আরামবাগ লোকসভার গোঘাটের বেঙ্গাই এলাকায় তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দারের সমর্থনে মিছিল শেষ হবার পরেই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল গোঘাটের অনুপনগর এলাকা। উভয় পক্ষের মধ্যে প্রবল সংঘর্ষের জেরে দুপক্ষেরই ১২ জন আহত হন। এদের মধ্যে মহিলারাও আক্রান্ত হন।রক্তাক্ত অবস্থায় তাদের কামারপুকুর ব্লক গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। আবার কয়েকজনকে আরামবাগ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। উভয় পক্ষই টাঙ্গি, খোঁচা, বল্লম,লোহার রড নিয়ে একে অপরের মধ্যে আক্রমণ চালায়।
জানা গেছে, বুধবার দুপুরে অপরূপা পোদ্দারের সমর্থনে একটি মিছিল হয়। সেখানে দুই যুযুধান নেতা ফরিদ খান ও তার বিরুদ্ধ গোষ্ঠী আতাউল হকের দুপক্ষেরই অনুগামীরা এই মিছিলে অংশ নেন। কিন্তু মিছিল শেষ হতেই পশ্চিমপাড়ার অনুপনগর এলাকায় আতাউল বাহিনী ফরিদবাহিনীর ওপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমন চালায়। এই এলাকার ফরিদের একটি পার্টি অফিস ভাঙচূর করা হয়।এমনই অভিযোগ আতাউল বাহিনীর বিরুদ্ধে। তাতে বেশ কয়েকজন রক্তাক্ত হন। এর পরেই খবর পেয়ে ফরিদের দলবল ধারালো অস্ত্র নিয়ে পালটা আক্রমন করে আতাউল বাহিনীর ওপর। তাতেও জখম হন বেশ কয়েকজন। খবর পেয়ে এলাকায় গোঘাট থানার পুলিশ হাজির হয়।আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।