তিনি সরাসরি বলেন বিজেপি ঝাড়গ্রাম লোকসভা নির্বাচনে বিজেপি প্রথমস্থান পাবে আর তৃণমূল চলে আসবে তৃতীয়স্থানে।

নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের গুন্ডাগর্দির জন্য যারা ভোট দিতে পারেন নি, লোকসভা নির্বাচনে তারা ভোট দেবেন।ভোট দিলে কি হবে সেটা তৃণমূল ভালো করে বুঝতে পারবে। এবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বিজেপি বিপুল ভোটে জিতবে।দ্বিতীয় এবং তৃতীয় স্থান নিয়ে তৃণমূল এবং সিপিএমের মধ্যে লড়াই হতে চলছে।তৃণমূল তৃতীয় হতে চলেছে।”বুধবার ঝাড়গ্রাম লোকসভা আসনের বিজেপির প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার পর এভাবেই সাংবাদিকদের সামনে মন্তব্য কররেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বোস।

এদিন  তিনি সরাসরি বলেন বিজেপি ঝাড়গ্রাম লোকসভা নির্বাচনে বিজেপি প্রথমস্থান পাবে আর তৃণমূল চলে আসবে তৃতীয়স্থানে। এদিন বিজেপি প্রার্থী কুনার হেম্ব্রমের মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে ঝাড়গ্রাম শহরে একটি মিছিল করে বিজেপি।সেই মিছিলে হাজার হাজার কর্মী,সমর্থক উপস্থিত ছিলেন।বিজেপির মহিলা মোর্চা,যুব মোর্চা এবং বিজেপির দলীয় এই মিছিল ছিল দেখায় মতো।রংবেরংএর বেলুন দিয়ে অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছিল মিছিল।সুশৃঙ্খল মহিলা মোর্চা,যুব মোর্চার মিছিল গুলি ছিল পরপর।মিছিলেন সামনে ছিল হুড খোলা গাড়িতে প্রার্থী কুনার হেম্ব্রম ,রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বোস,বিজেপির ঝাড়গ্রাম জেলা সভাপতি সুখময় শতপথি।

অন্যদিকে যুব মোর্চার মিছিলে ছিলে যুব মোর্চার জেলা সভাপতি অনুরণ সেনাপতি,মহিলা মোর্চার মিছিলে ছিলেন রিমঝিন সিং সহ প্রমুখ নেতৃত্ব।এদিন ঝাড়গ্রাম জেলা বিজেপির কার্যালয় থেকে মিছিল শুরু হয়।এখান থেকে এই বর্নময় মিছিল ঝাড়গ্রাম রাজকলেজ মোড় থেকে হাসপাতাল রোড ধরে পাঁচমাথা মোড় হয়ে ওভার ব্রিজ পেরিয়ে ঘোড়াধরা পেট্রল পাম্প পর্যন্ত যায়। সেখান থেকে মিছিল ফিরে আসে শিব মন্দির হয়ে পাঁচমাথা মোড়ে।তারপর রবীন্দ্র পার্ক হয়ে মিছিল শেষ হয়। ঝাড়গ্রাম শহরের বিজেপির এত বিশাল মিছিল কার্যত অবাক করেছে শহরবাসীকে।এমনিতেই পঞ্চায়েত নির্বাচনে বিজেপি খুবই ভালো ফল করেছে জেলা জুড়ে।আর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে মানুষ আরো বেশি করে বিজেপিতে এসেছে এবং এবার তারা বিজেপিকেই জয়যুক্ত করবে বলে বক্তব্য বিজেপি নেতৃত্বের।এদিন

মনোনয়ন দেবার পর বিজেপি প্রার্থী কুনার হেম্ব্রম সংবাদ মাধ্যমের সামনে বলেন“ জেতার বিষয়ে দুশো ভাগ নিশ্চিত ।এদিন দশ বারো হাজার মানুষ বেরিয়ে ছিলেন।মানুষ বিজেপিকে চাইছে বলেই আজ এত মানুষ বেরিয়েছিলেন।”অন্যদিকে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন ” কড়ায় গন্ডায় হিসাব পাওয়ার জন্য তৃণমূল প্রস্তুত থাকুক। ঝাড়গ্রাম লোকসভায় তৃণমূল তৃতীয় স্থানে নেমে যেতে পারে যা লোক হয়েছে মিছিলে।ঐতিহাসিক মিছিল হয়েছে।”অন্যদিকে এদিন সিপিএমের প্রার্থী দেবলীনা হেম্ব্রম মনোনয়ন পত্র তুলেছেন।তিনি এদিন সংবাদ মাধ্যমের সামনে বলেন “ জেতার বিষয়ে পুরো নিশ্চিত।মানুষের জন্য উন্নয়নই লক্ষ”।এদিন সিপিএম প্রার্থী সকালে এবং বিকালে ঝাড়গ্রাম শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রচার চালিয়েছেন। শিশুদের আদর করে কোলে নিয়ে এলাকার মানুষের একেবারে কাছে চলে গিয়েছিলেন।সিপিএমের দলীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার দেবলীনা হেম্ব্রম মনোনয়ন জমা করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন