নিজস্ব প্রতিনিধি : গতকাল বিশ্বকাপের দল ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আর আজ মঙ্গলবার মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের ১৫ জনের সল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বাংলাদেশের বোলিংয়ে রয়েছেন মাশরাফি মুর্তজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান। তাসকিন আহমেদ ও শফিউল ইসলামকে নিয়ে বাংলাদেশ ক্রিকেটমহলে চর্চা হলেও বিশ্বকাপের দল নির্বাচন করতে বসে চমক দিয়েছেন বোর্ডের কর্তারা।
বিশ্বকাপের দল নির্বাচনের সঙ্গে সঙ্গে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের দলও জানিয়ে দেওয়া হয়েছে। বিশ্বকাপের দল ১৫ জনের হলেও আয়ারল্যান্ডের দলে রাখা হয়েছে ১৭ জনকে।
দেখে নিন বাংলাদেশের বিশ্বকাপের দল কার কার নাম আছে: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মহম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, সাব্বির রহমান, মহম্মদ সইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী।