যেন অভিশাপ লেগেছে বিশ্বের সুপ্রাচীন ইতিহাসে! আগুনে মুখ ঢেকেছে প্যারিসের নোত্রদাম গির্জা, একই সময় পুড়ল জেরুজালেমের মসজিদও

নিজস্ব সংবাদদাতা: যেন ভগবানের অভিশাপ লেগেছে  বিশ্বের সুপ্রাচীন উপাসনালয়গুলিতে। একদিকে যখন কালো ধোঁয়ায় ঢাকছে প্যারিসের আকাশ, সমবেত মানুষের হাহাকার ছাপিয়ে আগুনের গ্রাসে ভেঙে পড়ছে ঐতিব্যমণ্ডিত নতর দাম ক্যাথিড্রালের ধাতম মিনারের চূড়া, প্রায় একই সময় আগুনের লেলিহান শিখা আষ্টেপৃষ্টে ধরে জেরুসালেমের শতাব্দী প্রাচীন আল-আকসা মসজিদকে। আগুনে ছাড়খাড় হয়ে গেছে এই মসজিদের বহু পুরনো মারওয়ানি প্রার্থনা কক্ষ। তবে গোটা মসজিদে আগুন থাবা বসানোর আগেই তা নিয়ন্ত্রণে আনে ইসলামিক ওয়াকফের দমকলবাহিনী।প্যারিসের নোত্রদাম গির্জায়  সোমবার দুপুরে আগুন লাগে বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন লাগার সঙ্গে সঙ্গেই গোটা এলাকায় কালো ধোঁয়ায় ঢেকে যায়।নোত্র দাম গির্জা প্যারিসের প্রাচীন গির্জাগুলির মধ্যে অন্যতম। সেখানে বছরভর লক্ষ লক্ষ মানুষ হাজির হন। কেউ যান প্রার্থনা করতে। কেউ আবার শুধু দর্শনের জন্যই সেখানে যান। তবে বর্তমানে সেখানে সংরক্ষণের কাজ চলছিল।তারই মধ্যে সোমবার দুপুরে আগুন লাগে। সঙ্গে সঙ্গে আগুন নেভানোর তত্পরতা শুরু হয়।

ভয়াবহ আগুন, দাউদাউ করে জ্বলছে প্যারিসের গির্জা

ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছে যায়। কিন্তু ততক্ষণে ওই গির্জা দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে।তবে গোটা বিষয়টি দুর্ঘটনা বলেই মনে করছেন দমকল ও পুলিসের আধিকারিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যায় পুলিসও। পুলিসের তরফে ট্যুইটও করা হয়। সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে সরে যাওয়ার আবেদন জানানো হয়। তবে তার পাশাপাশি বিশ্বের আরেক প্রান্তে আগুন লেগে যায় মসজিদেও।প্যালেস্তাইনের সরকারি সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার এই মসজিদের প্রার্থণা ঘরের বাইরে নিরাপত্তা কর্মীদের ঘরে আগুন লাগে।

সেখান থেকেই আগুন বিরাট আকার নিয়ে দ্রুত ছড়িয়ে পড়ে প্রার্থণা ঘরে। পুড়ে ছাই হয়ে যায় মারওয়ানি প্রার্থনা কক্ষ।ঘটনার সময় মসজিদে রোজকার মতো প্রার্থনা চলছিল। ধোঁয়া দেখেই আতঙ্ক ছড়ায়। শুরু হয়ে যায় দৌড়োদৌড়ি, আর্তনাদ।প্রত্যক্ষদর্শীদের কথায়, ধোঁয়ার কুণ্ডলী বিশাল চেহারা নিয়ে ছড়িয়ে পড়ে চারপাশে। দমবন্ধ পরিবেশ থেকে বাঁচার জন্য শুরু হয় ছুটোছুটি। কিছপক্ষণের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করতে থাকে গোটা মারওয়ানি প্রার্থণা ঘরটিকেই।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন