বাড়ি ফেরার সময় নিখোঁজ হয়ে যায় ঝাড়গ্রাম শহরের একই ওয়ার্ডের তিন স্কুল পড়ুয়া।

রেল পুলিশের তৎপরতায় অবশেষে নিখোঁজ তিন স্কুল পড়ুয়াকে উদ্ধার করল পুলিশ। এদিন রবিবার গিধনী রেল স্টেশন থেকে তিন কিশোরকে উদ্ধার করে রেল পুলিশ। পরে ঝাড়্গ্রাম জিআরপি থানার হাতে তুলে দেন। তিন স্কুল পড়ুয়া পুলিশি জেরায় জানিয়েছে তারা তিন বন্ধু একসাথে ঘুরতে গিয়েছিল খড়গপুরে। সেখান থেকে ঝাড়গ্রাম ফেরার সময় এক্সপ্রেস ট্রেনে চেপে পড়ায়  সোজা টাটাতে চলে যায়। তাদের কাছে কোনও টাকা পয়সা ছিল না। কিছু সময় তাঁরা না খেয়ে কাটিয়েছে। টাকা থেকে ফেরার সময় গিধনী রেল স্টেশনে নেমে যায়। সেখানে জিআরপির তিন কিশোরকে দেখে সন্দেহ হয়। এরপর তারা ঝাড়গ্রাম জিআরপির সাথে যোগাযোগ করে। সিসি টিভিতে দেখে তাদেরকে  কে চিনতে পারে ঝাড়্গ্রাম জিআরপি। এরপর ঝাড়গ্রাম জিআরপির থানার পুলিশ  গিধনী গিয়ে তিন কিশোর যজ্ঞাশ্বর সিং ,শিবা ঘোষ, সুরজিৎ সিং কে ঝাড়গ্রাম নিয়ে আসেন। তাদের পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করে তিন কিশোরকে পরিবারের হাতে তুলে দেয়। উল্লেখ্য শনিবার বিকেলে ক্যারেটে ক্লাস থেকে বাড়ি ফেরার সময় নিখোঁজ হয়ে যায় ঝাড়্গ্রাম শহরের একই ওয়ার্ডের তিন স্কুল পড়ুয়া। তারপর তাদের পরিবারের পক্ষ থেকে ঝাড়্গ্রাম থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। পাশাপাশি জিআরপি থানায় বিষয়টি জানায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন