জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে এক শিশু কন্যার মৃত্যুর অভিযোগ উঠল হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে। এই ঘটনার পর ব্যপক উত্তেজনা ছড়া্য হাসপাতাল চত্বরে। ঘটনাটি ঘটেছে রবিবার ঝাড়্গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে। মৃত শিশুটির পরিবারের পক্ষ থেকে পুরো ঘটনার তদন্ত চেয়ে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের লিখিত অভিযোগ করা হয়েছে হাসপাতাল সুপারের কাছে। জানা গিয়েছে ঝাড়্গ্রাম শহরের বাছুরডোবার বাসিন্দা বছর নয়ের শিশু ছবি দত্ত কে শনিবার জ্বর নিয়ে দুপুরবেলা ঝাড়গ্রাম জেলা সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করান পরিবারের লোকজন জন।মৃত শিশুটির কাকু সমীর দত্তর অভিযোগ “শনিবার রাতে সাড়ে তিনটা নাগাদ চিকিৎসক বলেন বাইরে রেফার করতে হবে।এরপর আর কিছু না বলে আমাদের কিছু না জানিয়ে সিসিইউতে ভর্তি করানো হয়।ভাইঝির শারীরিক অবস্থা কি তাও আমাদের জানানো হয়নি।পরে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল ।আমাদের কোন রকম কিছুই জানান নি চিকিৎসক ।রবিবার মারা যায় ভাইঝি।হাসপাতালের সুপারকে লিখিতভাবে জানিয়েছি পুরো বিষয়টি।”শিশু কন্যাটির কাকিমা পুতুল দত্ত সংবাদ মাধ্যমের কাছে বলেন” ও ভাল ছিল ।হেঁটে নিজে টোটোতে উঠেছিল।এক রাতের মধ্যে কি এমন হল, কি এমন চিকিৎসা করলেন যে মেয়েকে মেরে দিল”এই বিষয়ে ঝাড়গ্রাম জেলা সুপারস্পেশালিটি হাসপাতালের সুপার মলয় আদক বলেন “ওনারা অভিযোগ করেছেন ।আমরা তদন্ত করব।তদন্তে যদি প্রমান হয় আমার স্টাফেদের কোন গাফিলতি রয়েছে তবে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে।”উল্লেখ্য মৃত শিশু কন্যাটি কদমকানন প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ত।শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।