হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল অভিনেত্রী সাইরা খানের।

নিজস্ব প্রতিনিধি : অভিনেত্রী সাইরা খানের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে।

২০১৩-এ মুক্তিপ্রাপ্ত ‘কামসূত্র থ্রিডি’তে অভিনয় করেছিলেন তিনি।সাইরা রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে ছিল। ফলে ডেবিউতেই কামসূত্রের মতো বোল্ড ছবিতে অভিনয় করাটা খুব সহজ ছিল না। সাইরা সেই চ্যালেঞ্জটা নিয়েছিল।কামসূত্র থ্রিডি’তে সাইরার সুযোগ পাওয়া খুব সহজ ছিল না। রূপেশ বহু সময় ধরে তাঁকে রাজি করিয়েছিলেন বলে জানিয়েছেন। 

সাইরার মৃত্যুর খবর পাওয়ার পর কামসূত্র থ্রিডি’র পরিচালক রূপেশ পাল সাংবাদিকদের বলেন, ‘‘শকিং নিউজ। আরও অনেক পরিচিতি বা জনপ্রিয়তা পাওয়া উচিত ছিল ওর। পারফরম্যান্সে নিজেকে প্রমাণও করেছিল। আমাদের দুঃখের সময়। ওর আত্মা শান্তি পাক।’’

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন