নিজস্ব সংবাদদাতা: কথায় বলে ভোট বড় বালাই।ভোট আসলেই নাকি দেখা যায় প্রার্থীদের আর বাকি সময় তাদের খুঁজতে হয়।কিন্তু ভোটের সময় তাঁরাই হাজির হন মানুষের ঘরে ঘরে।প্রতিশ্রুতির ঢল নামে রাস্তার মোড়ে মোড়ে।কিন্তু ভোট শেষ হলেই চিত্রটা খানিকটা পাল্টে যায়। তখন প্রতিশ্রুতিও নেই আর প্রার্থীও নেই। দেশ জুড়ে সর্বত্রই এই চিত্রই ফুটে ওঠে বিভিন্ন জাযগায়। সেখানে সম্পূর্ণ অন্য ছবি রাজসমাধিয়ালায়। গুজরাতের এই গ্রামে কোনও প্রচার হয় না। অথচ ভোটের হার ৯৫ থেকে ৯৬ শতাংশ! হ্যাঁ শুনতে একটু অবাক লাগলেও এটাই বাস্তব।

রাজসমাধিয়ালার গ্রামোন্নয়ন কমিটি গ্রামবাসীদের জন্য আলাদা নিয়ম বানিয়েছে নির্বাচন নিয়ে। যেমন, কোনও প্রার্থীই এই গ্রামে প্রচার চালাবেন না। গ্রামের প্রতিটা ভোটারকেই নিজের ভোট দিতে হবে। না হলে ৫১ টাকা জরিমানা। রাজসমাধিয়ালার গ্রামোন্নয়ন কমিটির সদস্যদের মতে, ভোটপ্রচার গ্রামের পরিবেশ নষ্ট করে। তাই গ্রামবাসীরাও গ্রামোন্নয়ন কমিটির এই অলিখিত নিয়ম মেনে নিয়েছেন।
সবচেয়ে অবাক করা বিষয় হল, যেখানে ভোটারদের উদ্বুদ্ধ করতে দেশ জুড়ে প্রার্থীরা প্রতিশ্রুতির পাশাপাশি নানান কিছু করছেন।কিন্তু এই গ্রামে বিন্দু মাত্র প্রচার ছাড়াই ভোটারদের প্রায় সকলেই ভোট দেন। ৯৫-৯৬ শতাংশ ভোটও পড়ে।গুজরাতের এই গ্রামে প্রায় সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। প্রতিটা গ্রামবাসীর জন্য ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে। গ্রামবাসীদের নিরাপত্তার জন্য রয়েছে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা, পানীয় জলের ব্যবস্থা আর খেলাধুলোর জন্য জেলাস্তরের একটি ক্রিকেট মাঠ রয়েছে। যত্রতত্র প্লাস্টিক ফেললেও জরিমানা দিতে হয় এই গ্রামে।